বড়দিনে পুনমের উপহার পোশাক খোলার ভিডিও!

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৫:৫৯ পিএম, ২৫ ডিসেম্বর ২০১৮

বড়দিনে ফ্যানদের সাধ অপূর্ণ রাখলেন না পুনম পাণ্ডে। খুলে ফেললেন বড়দিনের পোশাক সান্তা। আর এ নিয়ে বিতর্কের মুখে বলিউডের এই অভিনেত্রী।

পোশাক খোলার বিতর্ক অবশ্য নতুন কিছু নয় পুনমের জন্য। এর আগে ভারত-পাক ক্রিকেট ম্যাচে ভারত জিতলে তিনি পোশাক খুলবেন এমন প্রতিশ্রুতিও দিয়েছিলেন। সেটা রক্ষাও করেছিলেন। সেই ভিডিও ভাইরাল হয়েছিল।

এবার বড়দিনে আরও একটি ভিডিও ছাড়লেন তিনি। সেটা নিয়েও শুরু হয়েছে হইচই। পুনম সেই ইউটিউব ভিডিও দিয়ে তার ফ্যানদের ক্রিসমাসের শুভেচ্ছা জানিয়েছেন। ‘সেক্সি সান্তা’ সেজে সেই ভিডিওতে হাজির হয়েছেন তিনি।

দেখা যাচ্ছে, কোনও হোটেলের ঘরে তিনি অবস্থান করছেন। পরনে সান্তা ক্লজের পোশাক। তার পরে একে একে সেই পোশাক খুলতে শুরু করেন তিনি। আপাতত এটিই এখন ভাইরাল। ধর্মীয় উৎসবে এমন ভিডিও প্রকাশ করার জন্য পুনমকে অনেকে কটু কথাও শোনাচ্ছেন।

এর আগে গেল অক্টোবরে ‘সুগার বিস্কিট’ নামের এক ছবির ট্রেলারে শক্তি কাপুরের সঙ্গে খোলামালেভাবে হাজির হয়ে আগুন জ্বেলেছিলেন পুনম।

হাতে ছবি না থাকলেও বিতর্কে বা আলোচনায় কখনোই পেছনে থাকেন না এই অভিনেত্রী।

এলএ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।