সানি লিওনকে ঠেকাতে প্রয়োজনে রক্ত দিতে প্রস্তুত না.গঞ্জের জনতা


প্রকাশিত: ০১:৪৯ পিএম, ২১ আগস্ট ২০১৫

বলিউডের সেক্সসিম্বল নায়িকা হিসেবে পরিচিত সানি লিওনের বাংলাদেশ সফর ঠেকাতে প্রয়োজনে রক্ত দিতে প্রস্তত থাকতে নারায়ণগঞ্জের তৌহিদী জনতাকে আহ্বান জানিয়েছেন মাওলানা আবদুল আউয়াল।  যিনি নারায়ণগঞ্জ জেলা হেফাজতের আমীর ও শহরের বৃহৎ মসজিদ ডিআইটি জামে মসজিদের খতিব।  ইসলামী বিভিন্ন ইস্যুতে আন্দোলনের এ নেতা বলেছেন, বাংলার জমিনে কোনো নর্তকীর বেলেল্লাপনা করতে দেওয়া হবে না।  তৌহিদী জনতাকে উপেক্ষা করা হলে হলে প্রয়োজনে যে বিমানবন্দর দিয়ে সানি লিওনকে আনা হবে সেই বিমান বন্দরেও আক্রমণ করা হবে।
 
শুক্রবার ২১ আগস্ট জুমা`র নামাজের খুতবার আগে বয়ানে আবদুল আউয়ালের এ আহ্বানে তাৎক্ষণিকভাবে মসজিদে উপস্থিত কয়েক হাজার লোকজনও সমর্থন করেন দুই হাত তুলে।
 
সাংবাদিকদের উদ্দেশ্যে আবদুল আউয়াল বলেন, আমি আবদুল আউয়াল হয়তো হজের কারণে দেশে থাকতে পারবো না।  তবে আমার ঘোষণা হলো যে কোনো মূল্যে ওই অনুষ্ঠান ঠেকাতে হবে।  সাংবাদিকদের মাধ্যমে আমি সেই আহ্বান আয়োজকদের কানে দিতে চাচ্ছি।  এতেও তাদের হেদায়েত না হলে নারায়ণগঞ্জের তৌহিদী জনতা রুখে দাঁড়াবে।  রক্ত দিয়ে হলেও বেলেল্লাপনা নর্তকীদের রুখবে।  উপার্জিত টাকা এভাবে নর্তকীর পায়ে ঠেলে দেওয়া যাবে না।  দেশে এখনো মুসলমানরা বেঁচে আছে।  এখনো হাজার হাজার মসজিদ আর হাফেজে কোরআন, মাওলানাসহ আল্লাহর বান্দারা আছে।  তাদের উপেক্ষা করে যদি এমন আয়োজন করা হয় তাহলে যেন আল্লাহ তাদের হেদায়েত দেয়।  আর তাতেও কাজ না হলে যেন আল্লাহ তাদের তুলে নেয়।  তবুও দেশের যুব সমাজকে যেন আল্লাহ ও রাসূল বিরোধী করা না হয়।
 
শাহাদাৎ হোসেন/এমএএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।