চলচ্চিত্রে নিয়মিত হতে চান প্রসূন


প্রকাশিত: ০৪:০৯ এএম, ১৩ অক্টোবর ২০১৪

টিভি অভিনয়ের অভিজ্ঞতা নিয়ে চলচ্চিত্রে পাড়ি জমান অনেক অভিনয়শিল্পী। তাদেরই একজন লাক্সতারকা প্রসূন আজাদ। লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার মধ্য দিয়ে টিভি নাটক ও বিজ্ঞাপনে মডেলিং ক্যারিয়ার শুরু হয় তার। একপর্যায়ে টিভি নাটকের পাশাপাশি চলচ্চিত্রে পথচলা শুরু করেন প্রসূন।

সম্প্রতি তার অভিনীত ছবি কাজী হায়াতের পরিচালনায় ‘সর্বনাশা ইয়াবা’ মুক্তি পায়। এটি ছাড়া আরও কয়েকটি ছবিতে অভিনয় করার কথা রয়েছে তার। অভিনয় প্রসঙ্গে প্রসূন বলেন, ‘সর্বনাশা ইয়াবা’ জনসচেতনতামূলক একটি ছবি।

এতে অভিনয় করে মনে হয়নি একজন শিল্পী হিসেবে কাজ করেছি। মনে হয়েছে আমি এখানে কোন সামাজিক কাজ করেছি। যুব সমাজ যখন ক্রমাগত মরণনেশা ইয়াবায় আসক্ত হয়ে পড়েছে তখন সবার জন্য সামাজিক বার্তা হিসেবে ছবিটি কাজ করেছে বলে আমি মনে করি।

টিভি নাটকের ব্যস্ততা কমিয়ে এখন পুরোদমেই চলচ্চিত্রে মনোনিবেশ করছেন প্রসূন। চলচ্চিত্রে কিংবা যে কোন মাধ্যমে কাজ করতে হলে টিকে থাকাটা জরুরি। এ ব্যাপারে শতভাগ সচেতন তিনি। শুধু তাই নয়, টিকে থাকার জন্য যা যা করা দরকার তার সবই করে যাচ্ছেন এ অভিনেত্রী।

এ বিষয়ে প্রসূন বলেন, আমি চলচ্চিত্রে নিয়মিত হতে চাই। মিডিয়ায় আসার অন্যতম লক্ষ্য ছিল চলচ্চিত্রে অভিনয় করা। আর সেই লক্ষ্যেই কাজ করছি। চলচ্চিত্র অনেক বড় মাধ্যম। এখানে টিকে থাকার জন্য যথেষ্ট শ্রম দিতে হয়। সেটা যথাসাধ্য দেয়ার চেষ্টা করছি। আমার এ শ্রমের ফল একদিন পাবো এমনটাই বিশ্বাস করি। নিজের ক্যারিয়ারে এ পর্যন্ত আসার পেছনে লাক্স সুপারস্টার প্রতিযোগিতাই তার বড় অবদান বলে জানান। যে প্রতিযোগিতার মধ্য দিয়ে তিনি দর্শক আলোচনায় এসেছেন তার প্রতি কৃতজ্ঞ প্রসূন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।