শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে টুটুলের জানাজা

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৬:২২ পিএম, ১৮ ডিসেম্বর ২০১৮

গুণী চলচ্চিত্রকার, চলচ্চিত্র সম্পাদক, চলচ্চিত্র সংসদকর্মী ও মুক্তিযোদ্ধা সাইদুল আনাম টুটুল প্রয়াত হয়েছেন। আজ মঙ্গলবার, ১৮ ডিসেম্বর ৩টা ১০ মিনিটে চিকৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে সংস্কৃতি অঙ্গনে। কাঁদছে তার পরিবার ও সহকর্মীরা।

সাইদুল আনাম টুটুলের প্রয়াণে ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশ এবং ফেডারেশন অন্তর্ভুক্ত দেশের সকল চলচ্চিত্র সংসদ গভীর শোক প্রকাশ করেছে।

তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, চলচ্চিত্রকার সাইদুল আনাম টুটুলকে জাতির পক্ষ থেকে কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে শ্রদ্ধা জানানো হবে। আগামী ২০ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ১১টায় সেখানে রাখা হবে তার মরদেহ।

শ্রদ্ধা নিবেদন শেষে দুপুর ১২টা ৩০ মিনিটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের প্রাঙ্গণে সাইদুল আনাম টুটুলের নামাযে জানাজা হবে।

এরপর পারিবারিক সিদ্ধান্তে নির্ধারিত কোনো কবরস্থানে টুটুলের মরদেহ দাফন করা হবে।

এলএ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।