আমজাদ হোসেনের মরদেহ আসছে সোমবার

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০১:২৭ পিএম, ১৬ ডিসেম্বর ২০১৮

কিংবদন্তি চলচ্চিত্র নির্মাতা আমজাদ হোসেন গত শুক্রবার বাংলাদেশ সময় দুপুর ২টা ৫৭ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে মত্যৃু হয় তার।

তাকে হারিয়ে শোকে কাতর বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গন। সবাই অপেক্ষায় তাকে শেষবারের মতো দেখবেন বলে।

বরেণ্য এই নির্মাতার মরদেহ দেশে আনা প্রস্তুতি চলছে। আগামীকাল সোমবার মরদেহ দেশে আনা হবে বলে জানান আমজাদ হোসেনের বড় ছেলে সাজ্জাদ হোসেন দোদুল।

তিনি জাগো নিউজকে বলেন, ‘কিছু কাগজপত্রের ঝামেলা এখনো শেষ হয়নি। সেগুলো সম্পন্ন করার চেষ্টা চলছে। তাছাড়াও ব্যাংককে রোববার হলিডে এবং বাংলাদেশে বিজয় দিবসের ছুটি। তাই মরদেহ আনতে বিলম্ব হচ্ছে। আশা করছি সোমবারের মধ্যেই বাবাকে নিয়ে আসতে পারবো।’

প্রসঙ্গত, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে উন্নত চিকিৎসার জন্য প্রখ্যাত এই চলচ্চিত্রকারকে ২৭ নভেম্বর এয়ার অ্যাম্বুলেন্সে নিয়ে যাওয়া হয়েছিল ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে। তিনি প্রখ্যাত নিউরোসার্জন টিরা ট্যাংভিরিয়াপাইবুনের তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন।

সেখানেই চিকিৎসারত অবস্থায় মারা যান ৭৬ বছর বয়সী এই চলচ্চিত্র ব্যক্তিত্ব।

এদিকে তার মৃত্যুতে তিনদিনের শোক ঘোষণা করেছে চলচ্চিত্র শিল্পী সমিতি। বন্ধ রয়েছে সবরকম চলচ্চিত্রের শুটিং।

এলএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।