বিজয় দিবস উপলক্ষে ব্যানারে উর্মিলা

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৪:০৮ পিএম, ১২ ডিসেম্বর ২০১৮

মহান বিজয় দিবস উপলক্ষে নির্মিত হয়েছে বিশেষ নাটক ‘ব্যানার’। সম্প্রতি এর শুটিং শেষ হয়েছে। এই নাটকে দেখা যাবে জনপ্রিয় অভিনেত্রেী উর্মিলা শ্রাবন্তী করকে।

সানিয়াত কবির বাবুর রচনায় এই নাটকের পরিচালনা করেছেন জি পি সাধন। এতে উর্মিলার সঙ্গে আরও দেখা যাবে নন্দিত অভিনেতা মামুনুর রশীদকে।

নির্মাতা জানান, নাটকের কাহিনীতে দেখা যাবে ব্যানার লেখায় বেশ ব্যস্ত শিবান্দ বাবু। যাকে সবাই শিবুদা বলে ডাকে। নাটকের এ চরিত্রে অভিনেতা মামুনুর রশীদ অভিনয় করেছেন।

অন্যদিকে উর্মিলাকে দেখা যাবে কলেজ পড়ুয়া মেয়ে মাটির চরিত্রে। মূলত ছাত্র জীবন থেকেই ভাল আঁকাআঁকি করেন শিবুদা। তাই এলাকার সব পোস্টার, ব্যানার, চিকার দায়িত্ব তার উপর। সেখানেই ‘ব্যানার’ নিয়ে ঘটতে থাকবে নানা ঘটনা।

এ নাটকে আরও অভিনয় করেছেন পীরজাদা হারুন, শেলী আহসান, মোহসীন পলাশ, মাহমুদ আলম প্রমূখ।

আগামীকাল বৃহস্পতিবার আরটিভিতে রাত ৮টা ১০ মিনিটে এবং একই দিনে জেএমআর এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে রাত ৯টায় ‘ব্যনার’ নাটকটি প্রচার করা হবে।

এলএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।