মিস ওয়ার্ল্ড : যে কারণে বাদ পড়লেন ঐশী

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৮:০২ পিএম, ০৮ ডিসেম্বর ২০১৮

মিস ওয়ার্ল্ড ২০১৮ থেকে বাদ পড়ে গেলেন বাংলাদেশি ঐশী। শনিবার (৮ ডিসেম্বর) চীনে বসেছে বিশ্ব সুন্দরী বাছাইয়ের ফাইনাল আসর। বিশ্বের ১১৮টি দেশের প্রতিযোগীদের পেছনে ফেলে সেরা ৩০ জনকে নিয়ে শুরু হয় গ্রান্ড ফিনালে।

সেখানে প্রথম বাংলাদেশি হিসেবে জায়গা করে নিয়েছিলেন ঐশী। সেরা ৩০ থেকে সেরা ১২ এর তালিকায় বাদ পড়ে গেলেন বরিশালের এই মেয়ে।
প্রাথমিকভাবে তার বাদ পড়ে যাওয়ার কারণ হিসেবে জানা গেছে, পারফর্মেন্স, ভোটের ব্যবধানে পিছিয়ে ছিলেন ঐশী।

তার সঙ্গে বাদ পড়ে গেছেন ভারত, জাপান, চীনের সুন্দরীরাও। এশিয়ার প্রতিযোগীদের মধ্যে বিশ্ব সুন্দরী হওয়ার দৌড়ে এগিয়ে আছেন নেপালের সুন্দরী শৃঙখলা।

সেরা ১২ বাছাইয়ে বাদ পড়লেও প্রথম বাংলাদেশি হিসেবে মিস ওয়ার্ল্ডের ফাইনালে জায়গা করে নেয়ায় প্রশংসায় ভাসছেন ঐশী। তাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশিরা।

এলএ/এমআরএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।