মনোনয়ন পেয়েছেন সোহেল রানা, তবে...

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১২:৩১ পিএম, ২৯ নভেম্বর ২০১৮

বরিশাল-২ আসনে জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য ও বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক মাসুদ পারভেজ ওরফে সোহেল রানা মনোনয়ন পেয়েছেন। বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) এ সোহেল রানা প্রার্থী হবেন বলেই শোনা যাচ্ছিল। জাতীয় পার্টি থেকে তাকে এই আসনের জন্য মনোনয়ন দেয়া হয়েছে।

জাতীয় পার্টির পক্ষ থেকে মহাজোট নেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে যেসব আসন দাবি করা হয়েছে, তার মধ্যে অন্যতম হচ্ছে এ আসনটি। সব কিছু ঠিক থাকলে এ আসন থেকেই মহাজোটের প্রার্থী হবেন সোহেল রানা।

জাতীয় পার্টির নেতা-কর্মীরা বলছেন, এই আসনে সোহেল রানা প্রার্থী হচ্ছেন, এ খবর শুনে ওই এলাকার মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে।

অন্যদিকে এই আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি মো. শাহে আলম তালুকদার। গত মঙ্গলবার দলের পক্ষ থেকে শাহে আলম তালুকদারকে নতুন করে প্রার্থী ঘোষণা করা হয়।

বরিশাল-২ আসন থেকে সোহেল রানা, নাকি মো. শাহে আলম তালুকদার শেষ পর্যন্ত কে প্রার্থী হবেন জানার জন্য অপেক্ষা করতে হবে আরও কয়েক দিন। তবে এই আসনে প্রার্থী হচ্ছেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন সোহেল রানা।

এমএবি/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।