শুরু হলো ‘মধুর ক্যান্টিন’ সিনেমার শুটিং

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১০:০৭ পিএম, ২৫ নভেম্বর ২০১৮

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক একটি রেস্টুরেন্টের নাম ‘মধুর ক্যান্টিন’। অনেক ইতিহাসের সাক্ষী হয়ে আছে এটি। সেই মধুসূধন দে (মধু দা) নেই কিন্তু ক্যান্টিন আছে এখনও। এবার সিনেমায় উঠে আসবে ইতিহাসের সেসব গল্প। গুণি চলচ্চিত্র নির্মাতা সাঈদুর রহমান সাঈদ নির্মাণ করছেন ‘মধুর ক্যান্টিন’ নামের এই সিনেমা। রোববার সন্ধ্যায় মধুর ক্যান্টিনের সামনে মহরতের পর সিনেমাটির শুটিং শুরু হয়।

মহরতে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। এ ছাড়া মধুসূধন দে’র ছেলে অরুণ কুমার, চিত্রনায়ক ওমর সানি, চিত্র নায়িকা মৌসুমী, মহসীন পলাশ ও সোহানা সাবা, সিনেমাটির পরিচালক সাঈদুর রহমান সাঈদ, পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজারসহ আরও অনেকেই মহরতে উপস্থিত ছিলেন।

jagonews

মহরতের পর মধুর ক্যান্টিনের সামনে শুটিংয়ে অংশ নেন মহসীন পলাশ ও মৌসুমী। তাদের অভিনয়ের মাধ্যমেই ক্যামেরা ওপেন হয়। পলাশ পরিচালকের পায়ে সালম করে দাঁড়ান ক্যামেরার সামনে। নির্মাতা সাঈদুর রহমান সাঈদ দীর্ঘ ১৭ বছর পর ফিরলেন লাইট ক্যামেরা অ্যাকশনের জীবনে।

নির্মাতা জানালেন, ‘মধুর ক্যান্টিন’ সিনেমায় ওমর সানী মধু দা’র চরিত্রে অভিনয় করবেন আর মৌসুমীকে দেখা যাবে একজন যুদ্ধশিশুর চরিত্রে। মুক্তিযুদ্ধের সময় জন্ম নেয়া একজন শিশু জীবনের এতোগুলো বছর পার করে এসে এখন কেমন আছেন? সেই গল্প ফুটে উঠবে মৌসুমীর চরিত্রে। ছবিটিতে মুক্তিযোদ্ধার চরিত্রে অভিনয় করবেন পলাশ আর তার বিপরীতেই থাকছে সোহানা সাবা।

jagonews

উল্লেখ্য, ১৯৭১ সালের ২৬ মার্চ পাকিস্তান সেনাবাহিনী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক-কর্মচারীদের ওপর নৃশংস হামলা চালায়। মধুর ক্যান্টিনের মধু দা’কে হত্যা করা হয়। সেই গল্প নিয়েই নির্মাণ হবে এই সিনেমা।

এমএবি/জেডএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।