খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন
বগুড়ার শান্তাহার থেকে খুলনাগামী মালবাহী একটি ট্রেনের দু’টি বগি লাইনচ্যুত হয়ে খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। বুধবার সকাল সাড়ে ৬ টায় খুলনার দৌলতপুর এলাকায় এ ঘটনা ঘটে। তবে বগি লাইনচ্যুতির ঘটনায় কেউ হতাহত হয়নি।
রেলওয়ে সূত্রে জানা গেছে, ট্রেন চলাচল স্বাভাবিক হতে দুপুর ১টা বাজবে। আর বগি লাইনচ্যুত হওয়ায় দুই পাশে ৯টি ট্রেন খুলনায় প্রবেশ ও বের হওয়ার অপেক্ষায় রয়েছে। এর ফলে সকাল সাড়ে ৬টা থেকে ১০টা ১৫ মিনিট পর্যন্ত দেশের বিভিন্ন স্থানগামী পাঁচটি ট্রেন (কপোতাক্ষ, মহানন্দা, চিত্রা, কমিউটার, রূপসা আন্তঃনগর) খুলনা স্টেশনে আটকে আছে। এছাড়া খুলনায় প্রবেশের জন্য আরো চারটি ট্রেন অপেক্ষমাণ রয়েছে।
দৌলতপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
বগিচ্যুত ট্রেনের সহকারী চালক হেদায়েদ হোসেন জানান, মালবাহী ট্রেনটি ৩ নম্বর লাইন দিয়ে প্রবেশের মুখে দু’টি বগি লাইনচ্যুত হয়। বগি দু’টি পার্শ্ববর্তী দ্বিতীয় লাইনের উপর গিয়ে পড়ায় দু’টি লাইনেই ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
রেলওয়ে পশ্চিম জোনের গাড়ি পরীক্ষক কামরুল ইসলাম জানান, ইতোমধ্যে রেলওয়ের প্রকৌশল বিভাগের কর্মকর্তারা উদ্ধার অভিযান শুরু করেছেন। দুপুর ১টা নাগাদ উদ্ধার কাজ শেষ হবে।
আলমগীর হান্নান/এসএস/পিআর