‘উৎসবে মেতে থাকুন, সুরের সাগরে ডুবতে থাকুন’

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১০:৪৩ পিএম, ১৫ নভেম্বর ২০১৮
ছবি মাহবুব আলম

‘মাঝি নৌকা চালায়, কৃষক ধান চাষ করে, গাঁয়ের বধূ ধান ঢেঁকিতে ভানে। এসব কাজের মধ্যেই একটা ছন্দ আছে। এসব কাজ করতে করতে তারা গান গায়। সহজ-স্বাভাবিকভাবেই আমরা লোকসংগীত ধারণ করি।’

রাজধানীর আর্মি স্টেডিয়ামেই লোক গানের উৎসব ‘ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্ট-২০১৮’ উদ্ধোধনী অনুষ্ঠানে কথাগুলো বলছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী আরও বলেন, ‘প্রযুক্তি লোকসংগীতকে উন্নত করেছে। মজারর ব্যাপার হলো ফোক ফেস্ট চতুর্থবারের মতো আমি উদ্বোধন করলাম। এই আয়োজনটি কতটা জনপ্রিয় হয়ে উঠেছে তা আর বলার অপেক্ষা রাখে না। আপনারা লোক গানের উৎসবে মেতে থাকুন। সুরের সাগরে ভাসতে থাকুন, ডুবতে থাকুন।’

এ উৎসবের আয়োজন করেছে সান ফাউন্ডেশন। উদ্বোধনী অনুষ্ঠানে সান ফাউন্ডেশনের চেয়ারম্যান অঞ্জন চৌধুরী বলেন, ‘সবাইকে সান ফাউন্ডেশনের পক্ষ থেকে শুভেচ্ছা। চতুর্থবারের মতো আর্মি স্টেডিয়ামে ফোক ফেস্টিভ্যাল হচ্ছে। আমরা সামনে আরও ভালো কিছু করবো। লোক গানের শিল্পীদের জন্য এমন কিছু করতে চাই, তারা যেন কখনোই অবহেলিত না হন।’

উপস্থিত ছিলেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, গ্রামীন ফোনের ডেপুটি সিইও ও সিএমও ইয়াসির আজমান, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকন প্রমুখ।

মেয়র সাঈদ খোকন বলেন, ‘ঢাকাবাসীর পক্ষ থেকে এ উদ্যোগকে সাগত জানাই। শুধু বাংলাদেশে নয়, এ উদ্যোগ ছড়িয়ে পড়ুক সারা বিশ্বে। আমরা যেমন অন্য দেশের ফোক সম্পর্কে জানবো। আমাদের ফোক কালচার সম্পর্কেও জানবে অন্যরা।’

সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেন, ‘এখানে আমরা আমাদের দেশের গান সম্পর্কে যেমন জানতে পারছি তেমন বিদেশি গান সম্পর্কে জানতে পারছি। সব দেশের লোক সুরের মধ্যেই একটা মিল যেন কোথায় আছে। একটা দেশের উন্নয়ন তখন হয় যখন সে দেশের সংস্কৃতিও এগিয়ে যায়।’

উৎসবে প্রবেশের জন্য গেট খোলা হয় বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায়। এর কিছুক্ষণ পর শুরু হয় অনুষ্ঠান। আনুষ্ঠানিকভাবে রাত সাড়ে ৯টায় এই উৎসবের উদ্বোধন করেন অর্থমন্ত্রী।

তিনদিনব্যাপী এই উৎসবের পর্দা নামবে ১৭ নভেম্বর। এবারের উৎসবে বাংলাদেশসহ বিশ্বের সাতটি দেশ থেকে শিল্পীরা অংশ নেবেন। গান করবেন মোট ১৭৪ জন সংগীতশিল্পী। তাদের মধ্যে বাংলাদেশের শিল্পীরা হলেন মমতাজ বেগম, বাউল আব্দুল হাই দেওয়ান, বাউল কবির শাহ, নকশীকাঁথা, স্বরব্যাঞ্জো।

ভারত থেকে আসবেন ওয়াদালি ব্রাদার্স, রাঘুদিক্সিত, সাত্যকি ব্যানার্জি, পাকিস্তান থেকে শাফকাত আমানাত আলী, বাহরাইন থেকে মাজায, যুক্তরাষ্ট্র থেকে গ্র্যামি বিজয়ী লস টেক্সমেনিয়াক্স, পোল্যান্ড থেকে দিকান্দা এবং স্পেন থেকে লাস মিগাস আসবেন। তারা সবাই সংগীত পরিবেশন করবেন।

এমএবি/জেডএ/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।