রাজন হত্যার নাটকে আজিজুল হাকিম


প্রকাশিত: ০৭:৩৯ এএম, ১৮ আগস্ট ২০১৫

সিলেটের কুমারগাঁও বাসস্ট্যান্ড এলাকায় সম্প্রতি ১৩ বছরের শিশু সামিউল আলম রাজনকে নৃশংস ভাবে হত্যা করা হয়। চাঞ্চল্যকর এই হত্যাকান্ডটি নাড়া দিয়েছিলো সর্বত্র।

এবার সেই ঘটনাকে কেন্দ্র করে নাটক নির্মাণ করছেন পরিচালক জিএম সৈকত। আর এতে রাজনের বাবার চরিত্রে অভিনয় করবেন চির সবুজ অভিনেতা আজিজুল হাকিম।

বরাবরই বৈচিত্রময় চরিত্রে কাজ করতে দেখা যায় এই অভিনেতাকে। গ্ল্যামার আর ফ্যাশনের মোড়কে অতোটা সিদ্ধ নন বলে তথাকথিত নায়ক হিসেবে না হলেও আজিজুল হাকিম দুর্দান্ত অভিনয়গুণে প্রতিষ্টিত একজন শক্তিমান অভিনেতা হিসেবে। পর্দায় তার সরব উপস্থিতি দুই দশকেরও বেশি সময় ধরে মুগ্ধ করে রেখেছে দর্শকদের। বেশ কিছু চলচ্চিত্রেও তিনি প্রশংসিত হয়েছেন।

তারই ধারবাহিকতায় এবার কাজ করতে যাচ্ছেন আলোচিত রাজন হত্যাকে কেন্দ্র করে তৈরি নাটকে। এখনও নাম ঠিক না হওয়া এই নাটকে রাজনের মায়ের চরিত্রে দেখা যাবে অভিনেত্রী হুমায়রা হিমুকে।

মোবাইলে জাগো নিউজকে আজিজুল হাকিম জানালেন, বুধবার থেকে সিলেট সদর উপজেলার কুমারগাঁয়ের বাদেআলি গ্রামে নাটকটির চিত্রধারণের কাজ শুরু হবে। সে লক্ষ্যে মঙ্গলবারই শুটিং স্পটে পৌঁছাবে নাটকের পুরো ইউনিট।

এ নাটকে অভিনয় করা নিয়ে আজিজুল হাকিম বলেন, ‘রাজন হত্যার বিষয়টি ভাবলেই মন খারাপ হয়ে আসে। এই চমৎকার পৃথিবীটার সৌন্দর্য্য কী সেটা দেখবার আগেই মানুষের নিষ্ঠুরতার সাক্ষী হয়ে মারা গেল ও। এমন মৃত্যু মানুষ হিসেবে আমাকে কষ্ট দেয়, লজ্জিত করে। এ নাটকে কাজ করতে পেরে আমার ভালো লাগছে। আরো ভালো লাগছে আমি হতভাগা রাজনের বাবার চরিত্রটি করছি। নির্মাতাকে ধন্যবাদ আমাকে তার নাটকের জন্য নির্বাচিত করায়।’

তিনি আরো বলেন, ‘আশা করছি নাটকটি দর্শকদের অনেক কিছু শিক্ষা দিবে, তাদের মন ছুঁয়ে যাবে।’

এদিকে নির্মাতা জি এম সৈকত বলেন, নাটকে রাজনের চরিত্রে দেখা যাবে সাতক্ষীরার এক শিশু শিল্পীকে। এছাড়া সিলেটের কয়েকজন স্থানীয় শিল্পীও অভিনয় করবেন এখানে।

তিনি জানালেন, নাটকের পারিশ্রমিক ও লভ্যাংশের অর্থ দিয়ে রাজন হত্যাকান্ডের স্থলে একটি স্মৃতিস্থম্ভ নির্মাণ করার কথা ভাবা হচ্ছে।

এলএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।