জাবি ছাত্রদল সভাপতি জাকির জামিনে মুক্ত
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রদল সভাপতি ও ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক জাকিরুল ইসলাম জাকির জামিনে মুক্তি পেয়েছেন। সোমবার রাত ৭টার দিকে তিনি কেন্দ্রিয় কারাগার থেকে জামিনে মুক্তি পান।
এরআগে গত ২৭ জুলাই জাকিরুল ইসলাম জামিনে মুক্ত হলে পুলিশ আবারো তাকে জেল গেট থেকে আটক করে।
গত ২৫ ফেব্রুয়ারি মধ্যরাতে রাজধানীতে বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করে পুলিশ। এ সময় তার কাছে ২০টি পেট্রলবোমা উদ্ধার করা হয় বলে জানান ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেন্টারের সহকারি কমিশনার ইফতেখারুল আলম।
এছাড়া জাকিরুল ইসলামের বিরুদ্ধে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের বাসভবনের সামনে বোমা হামলার মামলাসহ প্রায় ৮টি মামলা রয়েছে।
হাফিজুর রহমান/আরএস/এমআরআই