পরাজিতরাই বঙ্গবন্ধুর হত্যাকারী : শিক্ষামন্ত্রী


প্রকাশিত: ০২:১০ পিএম, ১৭ আগস্ট ২০১৫

স্বাধীনতা যুদ্ধে যারা পরাজিত হয়েছে তারাই অত্যন্ত পরিকল্পিতভাবে বঙ্গবন্ধুকে হত্যা করেছিলো বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ।

সোমবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে স্বাধীনতা শিক্ষক পরিষদ আয়োজিত ‘বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে শিক্ষকদের ভূমিকা শীর্ষক’ এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

শিক্ষামন্ত্রী বলেন, ১৯৭১ সালের পরাজিত শক্তিরা পরাজয়ের প্রতিশোধ নেয়ার জন্যই বঙ্গবন্ধুকে হত্যা করেছে।

জিয়াউর রহমান বঙ্গবন্ধুর খুনিদের প্রতিষ্ঠিত করেছেন উল্লেখ করে নাহিদ বলেন, জিয়াউর রহমান বঙ্গবন্ধুর খুনিদের বিভিন্ন দূতাবাসে চাকরি দিয়ে তাদের ভিত আরো মজবুত করেছেন।

সামরিক বাহিনীর ক্ষমতাকে ব্যবহার করে জিয়াউর রহমান জামায়াতকে রাজনীতির মাঠে আবার সুযোগ করে দিয়েছিলেন জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, উনি (জিয়াউর রহমান) রাজকার আলিমকে মন্ত্রী বানিয়েছিলেন, তার স্ত্রী (খালেদা) তারই ধারাবাহিকতায় নিজামী-মোজাহিদের গাড়িতে পতাকা দিয়ে শহীদদের রক্তের সঙ্গে বেইমানি করেছিলেন।

যারা জাতীয় পতাকা পুড়িয়ে দিয়ে দেশ স্বাধীন না হওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছে তাদের গাড়িতে পতাকা, প্রতারণা ছাড়া আর কিছু না বলেও মন্তব্য করেন তিনি।

বর্তমান সরকার শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন করতে সক্ষম হয়েছে দাবি করে শিক্ষামন্ত্রী বলেন, আমরা যখন দেশের রাষ্ট্র ক্ষমতায় আসি শতকরা ৯ জন শিশু স্কুলে যেত না, পঞ্চম শ্রেণিতে উঠার আগেই ১০০ জন শিশুর মধ্যে ৪২ জন শিশু ঝরে পড়ত। আজকের পরিবর্তন সম্ভব হয়েছে শেখ হাসিনার দক্ষ নেতৃত্বের ফলে।

আয়োজক সংগঠনের সভাপতি ড. আব্দুল মান্নান চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন- বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান, জাতীয় প্রেসক্লাবের সভাপতি মুহাম্মাদ শফিকুর রহমান, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, সংগঠনের সাধারণ সম্পাদক শাহজাহান আলম সাজু প্রমুখ।

আএসএস/একে/এমআরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।