আমেরিকার দুই উৎসবে বাংলাদেশের চলচ্চিত্র ‘হোয়াট ডু ইউ থিংক’

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০১:৫১ পিএম, ০৯ নভেম্বর ২০১৮

দু’টি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শনের জন্য নির্বাচিত হয়েছে বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘হোয়াট ডু ইউ থিংক’। আমেরিকার ‘রিগওয়ে ক্রিয়েটিভ ডিস্ট্রিক ইনডিপেনডেন্ট ফিল্ম ফেস্ট ২০১৮’ এর মূল প্রতিযোগিতা বিভাগে মনোনীত হয়েছে চলচ্চিত্রটি। এক মিনিট দৈর্ঘ্যরে চলচ্চিত্রটি নির্মাণ করেছেন তরুণ নির্মাতা দীপান্ত সরকার।

দীপান্ত জানান, আজ ৯ নভেম্বর থেকে আমেরিকার রিগওয়ে শহরে অনুষ্ঠিত হবে উৎসবটি। উৎসবের সংগঠক এবং রিগওয়ে শহরের মেয়র জন ক্লার্ক নির্মাতা দীপান্ত সরকারকে ই-মেইলে বিষয়টি নিশ্চিত করেছেন। এবারের উৎসবে ১০৯ টি দেশের ২০০ চলচ্চিত্র থেকে ২১টি চলচ্চিত্র মূল প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত হয়েছে।

এ ছাড়াও চলচ্চিত্রটি আমন্ত্রণ পেয়েছে আমেরিকার ক্যালিফোর্নিয়ার আরেকটি উৎসবে। ‘ন্যাচারট্রাক ফিল্ম ফেস্টিফ্যাল ২০১৯’ এর আসরে প্রতিযোগিতা বিভাগে ৪৪টি দেশের সাথে প্রতিদ্বন্দিতা করবে দীপান্ত সরকারের ‘হোয়াট ডু ইউ থিংক’। ২২-২৪ মার্চ ২০১৯, ক্যালিফোর্নিয়ার লস অলিভস এ অনুষ্ঠিত হবে উৎসবটি।

চলতি বছরের শুরুর দিকে দীপান্ত নির্মাণ করেন চলচ্চিত্রটি। একটি তুলসি গাছকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে চলচ্চিত্রের গল্প। এতে অভিনয় করেছেন, আরিফ হক, টুনটুনি সোবহান এবং শামিম হোসেন। প্রযোজনা করেছে স্টেপ ফর সিনেমা।

এমএবি/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।