ফেসবুকে ট্রোলের বিষয়ে মুখ খুললেন দ্বিতিপ্রিয়া

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১১:৩৪ এএম, ০৮ নভেম্বর ২০১৮

ইদানিং ফেসবুক খুলতেই দেখা যাচ্ছে, কলকাতার বেসরকারি টিভি চ্যানেল ‘জি-২৪ ঘণ্টা’য় প্রচারিত ‘রাণী রাসমণী’ ধারাবাহিক নিয়ে বেশকিছু ট্রোল। এই ট্রোলের ভিত্তি মূলত ধারাবাহিকটির শব্দ চয়ন নিয়ে। ‘রাণী রাসমণী’ ধারাবাহিকে অভিনেত্রী দ্বিতিপ্রিয়া রায়ের ব্যবহৃত ‘এয়েছো’ শব্দটি নিয়ে অত্যাধিক মজা-মশকরা করা হচ্ছে।

প্রথম প্রথম বিষয়টি মজার জায়গায় থাকলেও পরে তা অসভ্যতার জায়গায় পৌঁছে যায়। সব মিলিয়ে অত্যন্ত অপমানজনক ও বিরক্তিকর পরিস্থিতি তৈরি হয়েছে। দ্বিতিপ্রিয়াকে নিয়ে তৈরি হয়েছে বিভিন্ন ‘মিম’। পরবর্তীতে এটি ভাইরাল হয়ে যায়। যা অত্যন্ত বিরক্তির পর্যায়ে পৌঁছেছে।

কিছুদিন আগে এ বিষয়টি নিয়ে পরিচালক সৃজিত মুখোপাধ্যায় নিজেই মুখ খুলেছিলেন। এ ধরনের বিষয়ের কড়া নিন্দা করেছেন তিনি। লম্বা একটা ফেসবুক পোস্টে তিনি প্রশ্ন তুলেছিলেন, ‘কারোর বাংলা ধারাবাহিক পছন্দ নাই বা হতে পারে, তবে দ্বিতিপ্রিয়ার মতো ছোট্ট একটি মেয়ে যে কিনা ক্লাস ইলেভেনে পড়ে এবং এই বয়সে দাঁড়িয়ে সংসারের সমস্ত দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছে। তার সঙ্গে এ ধরনের ব্যবহার করার আগে আপনাদের কি খারাপও লাগে না?’

ditipriya

এবার মুখ খুললেন অভিনেত্রী দ্বিতিপ্রিয়া রায়। তিনি বলেন, ‘দেখুন ট্রোল, মিম এসব করা হয় মানুষকে হাসানোর জন্য, ওই পর্যন্ত ঠিক আছে, তবে এটা যে খারাপ পর্যয়ে পৌঁছেছে, সেটা বন্ধ হোক আমি এটাই চাই। তবে এ বিষয়ে যদি আমি এখন প্রতিবাদ করতে যাই সেটা নিয়েও হয়তো ট্রোল হওয়া শুরু হয়ে যাবে। তাই এ বিষয়ে চুপ থাকাই ভালো বলে আমি মনে করি। তবে খারাপ ট্রোল গুলো বন্ধ হোক, এটাই চাই।’

এই ঘটনার সমালোচনায় সরব হয়েছেন টলি মহলের একটা বড় অংশও।

এমবিআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।