রাধে মাকে নিয়ে সনু নিগমের টুইট বিতর্ক


প্রকাশিত: ১১:২৪ এএম, ১৭ আগস্ট ২০১৫

স্বঘোষিত ধর্মগুরুমাতা রাধে মা ইস্যু যেন কিছুতেই শেষ হচ্ছে না। ভারতজুড়ে এরই মাঝে বেশ বিতর্কের জন্ম দিয়েছেন তিনি। এবার এই রাধে মা কাণ্ডে নতুন করে বিতর্ক উষ্কে দিলেন জনপ্রিয় বলিউড গায়ক সনু নিগম।

স্বঘোষিত ধর্মগুরুমাতা রাধে মা’র পক্ষ নিয়ে সনু নিগম বলেন, ছোট পোশাক পরার জন্য কোনো গুরুমাতাকে আদালতে অভিযুক্ত করা মোটেই সমর্থনযোগ্য নয়।

টুইটারে এক পোষ্টে সনু বলেন, হিন্দু দেবী মা কালীকে তো রাধে মায়ের চেয়েও কম কাপড়ে দেখানো হয়। শুধু তাই নয়, লিঙ্গ বৈষম্য প্রদর্শন নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

সনু বলেন, পুরুষ সাধুরা নগ্ন অবস্থায় হাঁটতে পারেন এমনকী নাচতেও পারেন। কিন্তু তাদের জেলে পুরতে ধর্ষণের মতো অভিযোগের প্রয়োজন হয়। মহিলা ও পুরুষদের জন্য আলাদা আলাদা নিয়ম মোটেই উচিত নয়।

এর আগে, যৌতুকে উষ্কানি দেয়ার এক মামলায় মুম্বাই আদালত বিতর্কিত এই স্বঘোষিত দেবীর অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করে। নিকি গুপ্তা নামে এক নারী রাধে মা’র বিরুদ্ধে যৌতুকের জন্য পুত্রবধূকে নির্যাতনে উষ্কানি দেয়ার অভিযোগ আনেন।

বেশ কিছুদিন ধরে বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডের মাধ্যমে আলোচনায় আসেন ভারতের স্বঘোষিত এই দেবী। তার বিরুদ্ধে অশ্লীল নাচ, ভক্তদের কোলে ওঠে চুমু খাওয়ার মতো একাধিক অভিযোগ রয়েছে।

সম্প্রতি রাহুল মহাজন রাধে মা’র একটি ছবি টুইটারে পোষ্ট করেন। আর এতেই বিতর্কের আগুনে যেন ঘি পড়ে। ছবিটিতে স্বঘোষিত এই দেবীকে লাল মিনি স্কার্ট পরে থাকতে দেখা যায়।

এসআইএস/এলএ/এমআরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।