যেসব হলে মুক্তি পেল বাপ্পি-সুস্মির ‘আসমানী’

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৬:০০ পিএম, ০২ নভেম্বর ২০১৮

অবশেষে মুক্তি পেল পল্লী কবি জসীমউদ্দীনের লেখা ‘আসমানী’ কবিতার ছায়া অবলম্বনে নির্মিত ‘আসমানী’। আজ শুক্রবার সারাদেশে ৫০ সিনেমা হলে ছবিটি মুক্তি পেয়েছে বলে জানালেন সিনেমাটির নির্মাতা এম সাখাওয়াত হোসেন। ‘আসমানী’ ছবিতে চিত্রনায়ক বাপ্পী চৌধুরীর বিপরীতে অভিনয় করেছেন নবাগত নায়িকা সুস্মি রহমান।

রাজধানী ঢাকা ও ঢাকার আশে পাশে অভিষার, জোনাকী, চিত্রমহল, আনন্দ, সেনা, মতিমহল, পূনম, পূরবী, নিউগুলশান হলে মুক্তি পেয়েছে ছবিটি।

এ ছাড়া ঢাকার বাইরে কুমিল্লার ‘গ্যারিশন’, জয়দেবপুরের ‘বর্ষা’,মাদারির পুরের ‘মিলন’, ভৈরবের ‘মধুমতি’, মধুপুরের ‘মাধবী’, গাইবান্ধার ‘তাজ’, বগুড়ার ‘সোনিয়া’, শরিয়তপুরের ‘আলো ছায়া’, শায়েস্তাগঞ্জের ‘মনিকা’, ঝিনায়দহের ‘ছবিঘর’, নীলফামারির ‘মমতাজ মহল’, নড়িয়ার ‘বৈশাখী’, ঘোড়াঘাচের ‘সোনালী’, সাপাহারের ‘নসীব’,পারুলিয়ার ‘লাইট হাইস’, ইসলামপুরের ‘সনি’,পিরোজপুরের ‘অনামিকা’, টঙ্গীর ‘চম্পাকলি’, সিলেটর ‘নন্দিতা’, খুলনার ‘সংগীতা’, চালার ‘নিউ রজনীগন্ধা’,নাওগাঁর ‘তাজ’, টাঙ্গাইলের ‘কেয়া’সহ বেশ কিছু সিনেমা হলে মুক্তি পেল ‘আসমানি’।

এর আগে ১২ অক্টোবর সিনেমাটির মুক্তির তারিখ নির্ধারণ করা হয়েছিল। বিশেষ কারনে ছবিটির মুক্তির তারিখ পেছনো হয়। ছবির মুক্তি প্রসঙ্গে নির্মাতা এম সাখাওয়াত হোসেন জাগো নিউজকে বলেন, ‘আমরা সময় নিয়ে হলেও অবশেষে ছবিটি দর্শকদের কাছে আনতে পারলাম। ‘আসমানী’ কবিতাটি অনেকেই পড়েছেন। এই কবিতার ভেতরের লুকে থাকা গল্পটাকেই তুলে ধরার চেষ্টা করেছি সিনেমার পর্দায়। আমার বিশ্বাস প্রতিটি দর্শকই মুগ্ধ হবেন সিনেমাটি দেখে।’

এই সিনেমায় বাপ্পি-সুস্মির সঙ্গে অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন অরুণা বিশ্বাস, শম্পা রেজা, জয়ন্ত চট্টোপাধ্যায়, সিরাজ হায়দার, শহীদ আলমগীর প্রমুখ।

এমএবি/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।