এবার পানির জীবাণু দূর করবে বইয়ের পৃষ্ঠা


প্রকাশিত: ০৪:৩০ এএম, ১৭ আগস্ট ২০১৫

দূষিত পানিকে পানযোগ্য করে তুলার জন্য এক অভিনব পন্থা আবিষ্কার করেছন এক দল বিজ্ঞানী। পৃষ্ঠা ছিঁড়ে পানিতে ফেললে পানি বিশুদ্ধ হবে, এমন একটি বইয়ের প্রথম মাঠ পরীক্ষণ সফল বলে প্রমাণিত হয়েছে। খবর বিবিসি। যুক্তরাষ্ট্রের বোস্টনে আমেরিকান কেমিক্যাল সোসাইটির আড়াইশোতম জাতীয় বৈঠকে এই ফলাফল উপস্থাপন করা হয়।

এই `পানযোগ্য বই`য়ের পৃষ্ঠাগুলোতে লেখা রয়েছে কেন পানি বিশুদ্ধ করা প্রয়োজন এবং সেটা কিভাবে করা যায়।আর পৃষ্ঠাগুলোতে রয়েছে রূপা ও তামার ক্ষুদে কণার আস্তরণ যা মূলত পানিতে থাকা ব্যাকটেরিয়া মেরে ফেলে।

পরীক্ষণে বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা ও গানার ২৫টি দুষিত উৎস থেকে পানি সংগ্রহ করে এই পানযোগ্য বইয়ের পৃষ্ঠা ব্যাবহার করবার পর দেখা গেছে পানি তেকে শতকরা ৯৯ ভাগেরও বেশি ব্যাকটেরিয়া দূরীভূত হয়েছে। এর ফলে যে পানি পাওয়া যাচ্ছে তা যুক্তরাষ্ট্রের ট্যাপে সরবরাহ করা পানির মতোই বলে উল্লেখ করছেন গবেষকরা।

এসকেডি/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।