এবারও জমবে ফোকফেস্ট

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১২:০৩ পিএম, ২৯ অক্টোবর ২০১৮

মাটির সুরের টানে রাতভর মোহিত হয় মানুষ। কয়েক বছর থেকেই জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়ে আসছে ‘ঢাকা ইন্টারন্যাশনাল ফোকফেস্ট’। এবার চতুর্থবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ঢাকা ইন্টারন্যাশনাল ফোকফেস্ট’। প্রতিবারের মতো এবারও লোকসংগীতের এই আসর বসছে রাজধানীর আর্মি স্টেডিয়ামে।

এবারও জমবে ফোক ফেস্ট। আগামী ১৫ নভেম্বর শুরু হয়ে তিন দিনব্যাপী এই উৎসবের পর্দা নামবে ১৭ নভেম্বর। রোববার (২৮ অক্টোবর) আয়োজক প্রতিষ্ঠানের পক্ষ থেকে পাঠানো লিখিত এক বিবৃতির মাধ্যমে এসব তথ্য জানানো হয়।

এবারও দর্শকরা বিনামূল্যে অনলাইনে রেজিস্ট্রেশনের মাধ্যমে অনুষ্ঠানটি সরাসরি উপভোগ করতে পারবেন। এদিকে ‘ঢাকা ইন্টারন্যাশনাল ফোকফেস্ট ২০১৮’ উপলক্ষে আগামী ৩০ অক্টোবর রাজধানীর একটি অভিজাত হোটেলে সংবাদ সম্মেলনের আয়োজন করেছে কর্তৃপক্ষ। জানা যায়, সেখানে উৎসব সম্পর্কে বিস্তারিত সকল তথ্য প্রকাশ করা হবে।

২০১৫ সাল থেকে ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্ট অনুষ্ঠিত হয়ে আসছে। সাফল্যের ধারা অব্যাহত রাখতেই চতুর্থবারের মতো সান ফাউন্ডেশন ‘আন্তর্জাতিক লোকসংগীত উৎসব ২০১৮’ আয়োজন করছে।

এমএবি/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।