সংসদ অধিবেশন শুরু ১ সেপ্টেম্বর


প্রকাশিত: ১১:২৮ এএম, ১৬ আগস্ট ২০১৫

দশম জাতীয় সংসদের সপ্তম অধিবেশন ১ সেপ্টেম্বর মঙ্গলবার শুরু হচ্ছে। ওই দিন বিকাল ৫টায় জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে এ  অধিবেশন  শুরু হবে। রাষ্ট্রপতি মো. আবদুুল হামিদ সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশনের আহবান করেছেন। এটি চলতি বছরের তৃতীয় অধিবেশন।    

অধিবেশন শুরু দিন বিকেল ৪টায় সংসদ ভবনে কার্য উপদেষ্টা কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। ওই বৈঠকেই অধিবেশন কত দিন চলতে তা নির্ধারণ করা হবে। এর আগে দশম সংসদের ষষ্ঠ ও সরকারের দ্বিতীয় বছরের দ্বিতীয় বাজেট অধিবেশন শেষ হয় ৮ জুলাই। এটি গত ১ জুন শুরু হয়েছিল। দশম সংসদের পথচলা শুরু হয় গত ২৯ জানুয়ারি। এ সংসদেই প্রথমবারের মতো বিরোধী দলের আসনে বসে জাতীয় পার্টি।

এইচএস/এএইচ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।