এ যুগের ক্লিওপেট্রা কিম কার্দাশিয়ান!
![এ যুগের ক্লিওপেট্রা কিম কার্দাশিয়ান!](https://cdn.jagonews24.com/media/imgAllNew/BG/2015August/Kim-Samne-O-Vitore20150816154930.jpg)
শিরোনাম পড়ে ভড়কে যাবার কিছু নেই। সবসময় নিজেকে আলোচনায় রাখতে ভালোবাসেন হলিউড তারকা কিম কার্দাশিয়ান। সে জন্য তিনি নানান সময় বৈচিত্রময় চমক নিয়ে হাজির হন। এমনকি নিজেকে সবার থেকে আলোচনায় এগিয়ে রাখতে বহুবার নগ্ন হয়ে ক্যামেরার সামনেও দাঁড়িয়েছেন এই অভিনেত্রী।
তবে এবার কিম আলোচনায় এলেন ভিন্নধর্মী এক ফটোশুটের জন্য। এলিজাবেথ টেলরের বিখ্যাত ছবি ‘ক্লিওপেট্রা’র লুকে নিজেকে সাজাচ্ছেন কিম। ১৯৬৩ সালে মুক্তি পায় ঐতিহাসিক ছবি ‘ক্লিওপেট্রা’। ছবিতে মিশরের রানীর সাজে অভিনেত্রী এলিজাবেথ টেলরের মেকওভার আজও বহু রুপ বিশেষজ্ঞদের কাছে চর্চার বিষয়। সেই ‘গেটআপ’ নিয়েই এ বার নিজেকে লেন্সবন্দি করছেন কিম।জানা গেছে, ফটোশুটের জন্য হলিউডের বিখ্যাত মেকআপ আর্টিস্ট প্যাট ম্যাকগ্রাকে চেয়েছেন কিম। মেকআপ নিয়ে দু`জনে দীর্ঘ পরীক্ষা-নিরীক্ষাও চালিয়েছেন এরইমধ্যে।
এ বিষয়ে উচ্ছ্বসিত কিম আন্তর্জাতিক মানের একটি গণমাধ্যমকে জানান, তার কাছে ক্লিওপেট্রা একজন আইকন। তাই কোনোভাবে যাতে সেই ‘আইকনিক ইমেজ’ নষ্ট না-হয়, তার জন্য তিনি বিশেষ ভাবে যত্ন নিচ্ছেন।
এলএ/আরআইপি