ইউটার্ন থেকে সরে দাঁড়ালেন পিয়া


প্রকাশিত: ০৩:১৬ এএম, ১১ অক্টোবর ২০১৪

আলভি আহমেদের ‘ইউটার্ন’ ছবি থেকে সরে দাঁড়ালেন চলতি প্রজন্মের আলোচিত মডেল-অভিনেত্রী জান্নাতুল ফেরদৌস পিয়া। গত রোজার ঈদের পরপরই এ ছবির অন্যতম প্রধান নায়িকা চরিত্রের জন্য কথা পাকাপাকি হয় পিয়ার।

কিন্তু এরপর চীন সফরে যান তিনি। সেখানে একটি আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নেন। দেশে এসেই ব্যস্ত হয়ে পড়েন পড়াশোনা নিয়ে। কথা ছিল চলতি মাসের মাঝামাঝি সময় থেকেই এ ছবির শুটিংয়ে অংশ নেবেন তিনি। কিন্তু হঠাৎ করেই ‘ইউটার্ন’ ছাড়ার ঘোষণা দিয়েছেন পিয়া।

রাতে ফেসবুকের মাধ্যমে ব্যক্তিগত কারণে এ ছবি থেকে সরে দাঁড়ানোর কথা জানিয়েছেন তিনি। এদিকে অন্য কলাকুশলীদের নিয়ে এরই মধ্যে ‘ইউটার্ন’র প্রথম দিনের শুটিং করেছেন পরিচালক আলভী আহমেদ।

ছবি থেকে সরে আসা প্রসঙ্গে জান্নাতুল ফেরদৌস পিয়া জানান, এ প্রশ্নের উত্তর দিতে দিতে আমি বিরক্ত। শুধু ব্যক্তিগত কিছু কারণেই ছবি থেকে সরে এসেছি আমি। এছাড়া অন্য কোন কারণ নেই। উল্লেখ্য, দীর্ঘ সময় র‌্যাম্পের মঞ্চ দাপটের সঙ্গে শাসন করে বেড়ানো পিয়ার চলচ্চিত্রে অভিষেক হয় রেদওয়ান রনির ‘চোরাবালি’ চলচ্চিত্রের মধ্য দিয়ে। প্রথম ছবিতে নিজের অভিনয়-পারফরমেন্সের বদৌলতে দর্শকমহলে প্রশংসিত হন তিনি। এরই মধ্যে পিয়া কাজ শেষ করেছেন ‘স্টোরি অব সামারা’, ‘গ্যাংস্টার রিটার্নস’ ও ‘প্রবাসিনীর প্রেম’ চলচ্চিত্রের। এসব ছবি বর্তমানে মুক্তির অপেক্ষায় রয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।