সেলিম আল দীন জন্মোৎসব


প্রকাশিত: ০৭:১৩ এএম, ১৬ আগস্ট ২০১৫

তাকে বলা হয় রবীন্দ্র পরবর্তী নাটকের অন্যতম প্রাণ পুরুষ। তিনি সম্মানিত নাট্যাচার্য হিসেবেও। বলছি প্রয়াত নাট্যজন সেলিম আল দীনের কথা। আসছে ১৮ আগস্ট, মঙ্গলবার এই মেধাবী নাট্যকারের ৬৬ তম জন্মবার্ষিকী।

জন্মবার্ষিকী উপলক্ষে দেশের স্বনামধন্য নাট্যদল ‘স্বপ্নদল’ আয়োজন করতে যাচ্ছে ‘সেলিম আল দীন জন্মোৎসব’। ১৮ আগস্ট থেকে জাতীয় নাট্যশালায়  শুরু হবে দুই দিনব্যাপী এই উৎসব।

নাট্যাচার্যের সহধর্মিণী বেগমজাদী মেহেরুন্নেসা মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় জাতীয় নাট্যশালার সেমিনারকক্ষে এ উৎসবের উদ্বোধন করবেন। এরপর মঞ্চ সারথি আতাউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হবে সেলিম আল দীনের জীবন-শিল্পকর্ম-দর্শন নিয়ে আলোচনা ও ‘নাট্যাচার্য সেলিম আল দীন : নবীন দর্শকের দৃষ্টিতে’ শীর্ষক সেমিনার।

স্বপ্নদল সূত্রে জানা গেছে, সন্ধ্যা ৭টায় এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে জাহিদ রিপনের নির্দেশনায় স্বপ্নদল পরিবেশন করবে সেলিম আল দীনের কালজয়ী সৃষ্টি ‘হরগজ’। এছাড়া সকাল ৮টায় থাকবে শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা থেকে বাস যোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যাত্রা এবং সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের পুরাতন কলা ভবন থেকে সেলিম আল দীনের সমাধি অভিমুখে স্মরণ-শোভাযাত্রাসহ পুষ্পাঞ্জলি অর্পণ।

উৎসবের দ্বিতীয় দিন ১৯ আগস্ট বুধবার সন্ধ্যা ৭টায় স্টুডিও থিয়েটার হলে জাহিদ রিপনের নির্দেশনায় রবীন্দ্রনাথ ঠাকুরের অমর কাব্যনাট্য ‘চিত্রাঙ্গদা’র মঞ্চায়ন অনুষ্ঠিত হবে।

উৎসবের উদ্বোধনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নাট্যজন নাসির উদ্দীন ইউসুফ। বিশেষ অতিথি থাকবেন নাট্যজন এস এম মহসীন, জাবি নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের চেয়ারম্যান খায়েরুজ্জাহান মিতু, গ্রুপ থিয়েটার ফেডারেশানের সেক্রেটারি জেনারেল নাট্যজন আকতারুজ্জামান, নাট্যজন বাবুল বিশ্বাস, মূকাভিনয় ফেডারেশানের সেক্রেটারি জেনারেল মূকাভিনয়জন রিজোয়ান রাজন প্রমুখ।

এলএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।