ফেব্রুয়ারির ৭ তারিখ থেকে বেঙ্গল উচ্চাঙ্গসংগীত উৎসব

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৫:৪৪ পিএম, ২৪ অক্টোবর ২০১৮

রাতভর জেগে বেঙ্গল উচ্চাঙ্গসংগীত উৎসব যারা উপভোগ করেছেন তারা অনেকেই অপেক্ষায় আছেন আবারও কবে অনুষ্ঠিত হবে উৎসবটি। পূর্বের হিসেব অনুযায়ি আগামী নভেম্বর মাসে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল উৎসবটি। কিন্তু দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে পেছানো হয়েছে তারিখ। এবার নভেম্বরে নয়, ফেব্রুয়ারিতে হবে বেঙ্গল উচ্চাঙ্গসংগীত উৎসব।

উৎসবের আয়োজক বেঙ্গল ফাউন্ডেশনের মহাপরিচালক লুভা নাহিদ চৌধুরী গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘২২ থেকে ২৬ নভেম্বর উৎসবটি করার প্রাথমিক পরিকল্পনা ছিল। কিন্তু সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে এ বছর পরিকল্পনা থেকে আমরা পিছিয়ে এসেছি। তা ছাড়া আরও প্রস্তুতির প্রয়োজন। আমরা ফেব্রুয়ারির ৭ থেকে ১১ ফেব্রুয়ারি পাঁচ দিনব্যাপী সপ্তম বেঙ্গল উচ্চাঙ্গসংগীত উৎসব আয়োজনের জন্য এখন ভেন্যু খুঁজছি।’

লুভা নাহিদ চৌধুরী জানালেন, ইতিমধ্যে ঢাকার বাংলাদেশ আর্মি স্টেডিয়ামের জন্য আবেদন করা হয়েছে।

উল্লেখ্য, ২০১২ সাল থেকে প্রতি বছরের নভেম্বরের শেষ সপ্তাহে আয়োজিত হচ্ছে বেঙ্গল উচ্চাঙ্গসংগীত উৎসব। গত বছর ভেন্যু জটিলতার কারণে উৎসবটি অনুষ্ঠিত হয় ডিসেম্বরের শেষ সপ্তাহে। আর এবার দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে প্রতিষ্ঠানটি নভেম্বর নয়, ফেব্রুয়ারিতে বেঙ্গল উচ্চাঙ্গসংগীত উৎসবের আয়োজন করবে।

এমএবি/এলএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।