ওয়েব সিরিজে ইন্দুবালা পপি

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৫:২৫ পিএম, ২৩ অক্টোবর ২০১৮

প্রথমবারের মতো একটি ওয়েব সিরিজে অভিনয় করলেন চিত্রনায়িকা পপি। অনন্য মামুন পরিচালিত ‘ইন্দুবালা’ শিরোনামের একটি ওয়েভ সিরিজে নাম ভূমিকায় অভিনয় করছেন পপি। এরই মধ্যে কলকাতায় সিরিজটির কিছু অংশের শুটিংও করেছেন পপি। শিগগিরই আবারও শুটিং শুরু হবে ওয়েব সিরিজটির। বাংলাদেশ ছাড়াও আরও দুটি দেশে ওয়েভ সিরিজটির শুটিং হবে বলে জানিয়েছেন নির্মাতা।

লাইভ টেকনোলজিস প্রযোজিত এই ওয়েব সিরিজে দেখা যাবে, ইন্দুবালা একজন শিক্ষিতা সাহসী নারী, প্রতিবাদী কণ্ঠ। সমাজের অন্যায়-অপরাধের বিরুদ্ধে সোচ্চার এ নারীর প্রতিবাদ অহিংস উপায়ে।

ইন্দুবালায় নিজের চরিত্র প্রসঙ্গে পপি বলেন, ‘চরিত্রটি একেবারেই সিনেমাটিক। আমার কাছে বেশ ভালো লেগেছে। ওয়েব সিরিজ হলেও সিনেমার মতোই এর গল্প। অনেক বাজেট নিয়ে নির্মিত হচ্ছে। সবচেয়ে বড় কথা হচ্ছে, এ ধরনের ওয়েব সিরিজ বাংলাদেশে আগে কখনও তৈরি হয়নি। তাই প্রথমবার এ কাজের সঙ্গে সম্পৃক্ত থাকতে পেরে বেশ ভালো লাগছে।’

নায়িকা পপি হঠাৎ ওয়েভ সিরিজে কেন? এই প্রশ্নের উত্তরে পপি বলেন, ‘আমাদের সিনেমার বাজরে মন্দা যাচ্ছে। সিনেমা হল বন্ধ হয়ে যাচ্ছে। প্রযোজকের সংখ্যাও কমে গেছে। তবে প্রযুক্তির কল্যাণে এখন সবকিছু মানুষের হাতের মুঠোয় পাওয়া যাচ্ছে। তাই ইন্টারনেটভিত্তিক সবকিছুর জনপ্রিয়তা বাড়ছে। সেই ভাবনা থেকেই ওয়েব সিরিজে কাজ করা। যেহেতু আমি একজন অভিনেত্রী এবং অভিনয় আমার পেশা, তাই গল্প, চরিত্র এবং বাজেট ঠিক থাকলে সিনেমা কিংবা ওয়েব সিরিজ যে কোনো মাধ্যমেই আমার কাজ করতে আপত্তি নেই’।

এমএবি/এলএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।