কলকাতার জি বাংলায় আইয়ুব বাচ্চুকে শ্রদ্ধা, নোবেল গাইলেন গান

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১২:৫৬ এএম, ২২ অক্টোবর ২০১৮

আইয়ুব বাচ্চুকে অকালে হারানোর শোক কাটছেই না। ভক্ত অনুরাগীদের মনে এখনও বেদনার ছাপ। ফেসবুকজুড়ে এখনও পোস্ট হচ্ছে নানা ছবি ও স্ট্যাটাস।

উপমহাদেশীয় ব্যান্ড সংগীতের এ কিংবদন্তির মৃত্যুর শোক ছুঁয়ে গেছে পাশের দেশ ভারতের কলকাতাতেও। কবির সুমন, অনুপম রায়, রুপম ইসলামের মতো মানুষেরা শোক প্রকাশ করেছেন। টুইটারে বাচ্চুকে নিয়ে শোকে ভেসেছেন কলকাতার হাজারও এলআরবি ভক্ত।

এবার কলকাতার জনপ্রিয় টিভি চ্যানেল জি-বাংলাও শামিল হলো সেই তালিকায়। রোববার (২১ অক্টোবর) দিবাগত রাতে জি-বাংলায় প্রচার হওয়া তুমুল জনপ্রিয় অনুষ্ঠান 'সা-রে-গা-মা-পা'-তে আইয়ুব বাচ্চুর মৃত্যুতে শোক জানানো হয়েছে। অনুষ্ঠানটি মূলত রেকর্ডেড। তার মধ্যেই এডিট করে বাংলাদেশের প্রতিযোগী নোবেলের গানের আগে আইয়ুব বাচ্চুর অকাল মৃত্যুতে শোক জানানো হয়।

শোক বাণীতে লেখা হয়, 'মহান শিল্পী আয়ুব বাচ্চুর অকাল প্রয়াণে আমরা গভীরভাবে শোকাহত। আমরা তাঁর আত্মার শান্তি কামনা করি....'! আইয়ুব বাচ্চুর নামের বানানে ভুল থাকলেও তাকে শ্রদ্ধা জানানোর বিষয়টিতে সাধুবাদ জানাচ্ছেন দুই বাংলার সংগীতপ্রেমীরা।

অনুষ্ঠানে বাংলাদেশের প্রতিযোগী নোবেল আইয়ুব বাচ্চুর 'হাসতে দেখো গাইতে দেখো' গানটি পরিবেশন করেন। তার পারফর্মেন্স মুগ্ধতা ছড়িয়েছে অনুষ্ঠানের তিন বিচারকদের মাঝে।

প্রসঙ্গত, বাংলাদেশ থেকে নোবেল ও অবন্তী 'সা-রে-গা-মা-পা'র মূল পর্বে ঠাঁই পেয়েছেন।

এলএ/এমএমজেড

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।