প্রথম অভিজ্ঞতায় আয়েশা মৌসুমী

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৩:৩০ পিএম, ২১ অক্টোবর ২০১৮

সংগীতশিল্পীদের পুরোদমে স্টেজ শো নিয়ে ব্যস্ত থাকার মৌসুম হচ্ছে এখনের সময়টা। মৌসুম আসার আগে থেকেই অনেকে ব্যস্ত রয়েছেন স্টেজ শো কিংবা টিভি শো নিয়ে। এর মধ্যে অন্যতম পাওয়ার ভয়েজ খ্যাত কন্ঠশিল্পী আয়েশা মৌসুমী।

গান নিয়েই যার আগামীর পরিকল্পনা। এছাড়াও তিনি বর্তমানে ব্যস্ত রয়েছেন নিজের প্রথম অ্যালবামের কাজ নিয়ে।

বিজ্ঞাপন

সম্প্রতি নতুন একটি গানের রেকর্ডিং শেষ করলেন তিনি। গানের শিরোনাম 'তুমি পারলা'। গানের কথা লিখেছেন আয়েশা মৌসুমী নিজে এবং সুর ও সংগীতায়োজন করেছেন বেলাল খান। প্রথমবারের মত গান লিখলেন পাওয়ার ভয়েজ খ্যাত এ কন্ঠশিল্পী। সেই গানও নিজে গাইলেন। খুব শিগগিরই এ গানের মিউজিক ভিডিও নির্মিত হবে বলে জানান মৌসুমী।

আয়েশা মৌসুমী বলেন, ‘প্রথমবার গান লিখলাম এবং নিজেই গাইলাম। অনুভূতিটা আসলে একটু অন্যরকমই। চেষ্টা করেছি ভালো কিছু করার। যদি ভালো সাড়া পাই তবে সামনেও হয়তো গান করার পাশাপাশি লেখার কাজটাও করবো।’

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

জাগোনিউজের খবর পেতে ফলো করুন

অ্যালবাম প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি যে সময়টাতে এসেছি তখন অ্যালবামের যুগটা ছিলো না। যেহেতু নিজের কোনো একক অ্যালবাম নেই তাই এখন সেটা করতে যাচ্ছি। আগামী বছরের শুরুর দিকে সেটা প্রকাশ করার চিন্তাভাবনা রয়েছে।

এলএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।