আইয়ুব বাচ্চুর মরদেহ চট্টগ্রামে যাবে বিমানে

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৫০ এএম, ২০ অক্টোবর ২০১৮

কিংবদন্তি সঙ্গীতশিল্পী আইয়ুব বাচ্চুর মরদেহ সড়কপথে নয়, ঢাকা থেকে চট্টগ্রামে নেয়া হবে আকাশ পথে। ঢাকা থেকে তার মরদেহ সড়কপথে নেয়ার কথা থাকলেও সেই সিদ্ধান্ত পরিবর্তন করা হয়েছে। আইয়ুব বাচ্চুর ব্যান্ড এলআরবির সূত্রে এ তথ্য জানা গেছে।

ইউএস বাংলার সূত্রে জানা গেছে, আইয়ুব বাচ্চুর মরদেহ আজ শনিবার সকাল ১০টায় ইউএস বাংলার বিএস১০৩-এর একটি ফ্লাইটে বন্দর নগরী চট্টগ্রামে নেয়া হবে। ওই ফ্লাইটে আইয়ুব বাচ্চুর স্বজনসহ ২০ জন চট্টগ্রামে যাবেন।

চট্টগ্রামে নেয়ার পর সেখানে জানাজা শেষে আজ (শনিবার) বিকেলে পারিবারিক কবরস্থানে মায়ের কবরের পাশে শায়িত করা হবে জনপ্রিয় এই সংগীত শিল্পীকে।

গতকাল শুক্রবার আইয়ুব বাচ্চুর মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হয়। সেখানে সর্বস্তরের জনগণ তাকে শেষবারের মতো দেখেন এবং শ্রদ্ধা নিবেদন করেন। এরপর তার মরদেহ নিয়ে যাওয়া হয় জাতীয় ঈদগাহ ময়দানে। সেখানে জুমার নামাজের পর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।

এরপর চ্যানেল আই প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় দ্বিতীয় জানাজা। চ্যানেল আইয়ের আনুষ্ঠানিকতা শেষে আইয়ুব বাচ্চুর মরদেহ আবারও রাখা হয় স্কয়ার হাসপাতালের হিমঘরে। সেখান থেকেই আজ চট্টগ্রামে নেয়া হবে আইয়ুব বাচ্চুর নিথর দেহ।

আরএম/এএল/আরএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।