ভিসা জটিলতায় ন্যান্সির যাত্রা বাতিল!


প্রকাশিত: ১২:৪০ পিএম, ১৫ আগস্ট ২০১৫

লন্ডনের বার্মিংহামে আগামী ২৬ আগষ্ট বাংলাদেশের জনপ্রিয় শিল্পীদের নিয়ে একটি কনসার্ট আয়োজন করা হয়েছে। সেখানে অংশ নেওয়ার কথা ছিলো প্রজন্মের সেরা গায়িকা নাজমুন মুনির ন্যান্সিরও।

কিন্তু শেষপর্যন্ত জানা গেছে, ভিসা জটিলতায় ন্যান্সির লন্ডন যাত্রা বাতিল হয়ে গেছে। তাকে দেখা যাবে না বার্মিংহামের কনসার্টে।

এ প্রসঙ্গে ন্যান্সি গণম্যাধমে বলেন, বেশ কিছুদিন ধরে কনসার্টটি নিয়ে আয়োজকদের সঙ্গে আলাপ চলছিল। ঈদের কিছুদিন আগে প্রয়োজনীয় সব কাগজপত্র জমাও দিই। দিন দশেক আগে কর্তৃপক্ষ তাকে ভিসা দিতে তাদের অপারগতার কথা জানায়।

তিনি আরো বলেন, ‘ঢাকার যুক্তরাজ্য হাইকমিশনে জমা দেওয়া কাগজপত্রে আমার মাসিক আয় যা দেখানো হয়েছে, কর্তৃপক্ষ আমার সেই এই আয়ের খাতটা জানতে চেয়েছে। যা দেখানো মুশকিলই বলতে পারেন। কারণ, আমাদের দেশে যেসব শো হয়, সেগুলোতে টাকা-পয়সার লেনদেন সাধারণত ব্যক্তি পর্যায়ে হয়। তাই আয়ের খাতের কোনো দালিলিক প্রমাণপত্র হাইকমিশনে জমা দেওয়া সম্ভব হয়নি।’

ন্যান্সি বলেন, ‘আমি বার্মিংহামের শ্রোতাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত। খুব ইচ্ছে ছিল, প্রবাসী বাঙালিদের এই কনসার্টে গান করার। কিন্তু শেষ পর্যন্ত হলো না। আশা করছি, অন্য কোনো অনুষ্ঠানে হয়তো তাদের সঙ্গে গানে গানে কথা হবে।’

জানা গেছে, এ অনুষ্ঠানে গাইতে লন্ডনে যাবেন ফেরদৌস ওয়াহিদ, হাবিব ওয়াহিদ, লিজাসহ আরো অনেকেই।

এলএ/এমআরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।