এশিয়ার অনেকে তার মতো গিটার বাজাতে জানে না

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩:৪৯ পিএম, ১৮ অক্টোবর ২০১৮

বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড এলআরবির দলনেতা ও লিড গিটারিস্ট আইয়ুব বাচ্চু মারা গেছেন। বৃহস্পতিবার সকালে নিজ বাসায় অচেতন অবস্থায় পাওয়া যায় তাকে। এরপর স্কয়ার হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আইয়ুব বাচ্চুর মৃত্যুর খবর শুনে হাসপাতালে ছুটে আসেন তার ভক্ত-অনুরাগীরা। ছুটে আসেন তারকারাও।

হাসপাতালে আইয়ুব বাচ্চুকে শেষবারের মতো দেখতে গিয়েছিলেন আরেক সঙ্গীতশিল্পী শুভ্রদেব। সেখানে তিনি বলেন, আইয়ুব বাচ্চুর মতো এমন গায়ক ও কম্পোজার একশ বছরে বাংলাদেশ পাবে কি না সংশয়। আইয়ুব বাচ্চুর মতো গিটার বাজাতে এশিয়ার অনেকে জানেন না। তার কম্পোজ ছিল দুর্দান্ত। সব থেকে বড় গুন ছিল সবার সাথে আন্তরিক ব্যবহার করতেন তিনি।

এআর/এনএফ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।