বঙ্গবন্ধুকে নিয়ে যা বললেন ফারুকী
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি শেখ মুজিবুর রহমান। এবারের ১৫ আগস্ট পালিত হচ্ছে জাতির পিতার ৪০তম শাহাদত বার্ষিকী। এই দিন সমগ্র জাতি স্বাধীনতার স্থপতি, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালীকে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে শ্রদ্ধা ভরে স্মরণ করছে।
আর দশজন মানুষের মতো নানা অঙ্গনের তারকারাও শ্রদ্ধায় স্মরণ করেছেন শেখ মুজিবকে। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে দেখা গেছে নানা ছবি ও স্ট্যাটাসের ছড়াছড়ি। এ থেকে বাদ গেলেন না তরুণ প্রজন্মের কাছে তুমুল জনপ্রিয় নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী।
বঙ্গবন্ধুকে চিনে নিতে নবীনদের প্রতি আহ্বান করে তিনি শনিবার নিজের ফেসবুক ওয়ালে একটি স্ট্যাটাস দেন। সেটি জাগো নিউজের পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো-
‘বঙ্গবন্ধুকে নিয়ে সবচেয়ে বড় যে বিপদ সেটা হলো- আওয়ামী লীগ ক্ষমতায় না থাকলে তাঁকে অনাকর্ষণীয় ব্যক্তি হিসাবে উপস্থাপনের হাজার চেষ্টা করা হয়, বাজারে ছাড়া হয় অজস্র মিথ।
আর আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে হয় আরেক বিপদ। শিল্প সাহিত্য করনেওয়ালাদের মধ্যে একদল টিভি চ্যানেল আর পত্রিকা অফিস জুড়ে যেরকম অতি ভক্তির মেকি অভিনয়ের প্রতিযোগিতায় নামেন তাতে এই অসাধারণ মানুষটার প্রতি আকর্ষণের পরিবর্তে বোধ করি বিকর্ষণ তৈরি হওয়ার ঝুঁকি তৈরি হয়। শিল্পীরা দলীয় রেখার বাইরে থেকে কথা না বলে রাজনৈতিক নেতাদের চেয়েও বেশি রাজনৈতিক সুর যখন ব্যবহার করেন তখন তাকে এবং তার কথাকেও চরম হাস্যকর এবং বিশ্বাসঅযোগ্য মনে হয়।
তাকে নিয়ে ব্যক্তিগত আগ্রহের কারণে এই পর্যন্ত অনেকের স্মৃতিচারণ বা বক্তব্য শুনেছি । আমরা তো জানি রাজনীতিবিদেরা অতি কথন আর অতি ভক্তি দোষে প্রায়শই দুষ্ট । কিন্তু বিশ্বাস করবে কিনা জানিনা- এই বিষয়ে সবচেয়ে হাস্যকর লেগেছে রাজকবি বা রাজশিল্পীদের চিবিয়ে চিবিয়ে ফেনানো আবেগের প্রতিযোগিতা। আমি বরং তোফায়েল আহমেদ বা নুরে আলম সিদ্দিকীর স্মৃতিচারণ অনেক বেশী মুগ্ধ হয়ে শুনেছি।
যাই হোক, আমাদের এইসব ছেলেমানুষিতে তোমরা অরুচিতে যেনো ভুগো না, ওহে নবীন প্রাণ!
তবুও তোমরা বিশ্বাস রেখো ভাই ও বোনেরা, তিনি আমাদের এই বঙ্গের ধ্রুবতারা!’
এলএ/আরআইপি