মায়ের পাশেই দাফন করা হবে আইয়ুব বাচ্চুকে
ব্যান্ড সংগীতের কিংবদন্তি শিল্পী আইয়ুব বাচ্চু আর নেই। আজ বৃহস্পতিবার সকালে নিজ বাসভবনে সকাল সাড়ে ৮টায় মৃত্যুবরণ করেন। পরে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে ৯টা ৫৫ মিনিটে মৃত ঘোষণা করেন।
তাকে এক নজর দেখতে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভিড় জমাচ্ছেন শিল্পী ও ভক্ত-অনুরাগীরা। ইতোমধ্যে তার জানাজা ও দাফন নিয়ে চলছে আলোচনা।
সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি নাসিরউদ্দিন ইউসুফ জানান, আগামীকাল শুক্রবার বাদ জুম’আ রাজধানীর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জানাজা নামাজ পড়া হবে। এছাড়া এফডিসি ও কেন্দ্রীয় শহীদ মিনারে পরবর্তী জানাজা নামাজ অনুষ্ঠিত হতে পারে।
এরপরে চট্টগ্রামে মায়ের কবরের পাশেই আইয়ুব বাচ্চুকে দাফন করা হবে। আইয়ুব বাচ্চুর এক ছেলে ও এক মেয়ে বর্তমানে দেশের বাইরে রয়েছে। তাদের সঙ্গে আলোচনা করেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এসইউ/এলএ