অমর নায়ক সালমানের জন্ম বার্ষিকীর আয়োজন
ঢাকাই চলচ্চিত্রের রাজপুত্র ছিলেন তিনি। একের পর এক সুপারহিট ছবি আর জুটি দিয়ে যাদুকরের মতো মুগ্ধ করে রেখেছিলেন বাংলা ছবির দর্শক। বলছি অমর নায়ক সালমান শাহের কথা।
রঙিন ফিতার আকাশে তিনি উদয় হয়েছিলেন নক্ষত্রের মতো। ঝড়ে গেলেন অকালেই। বেঁচে থাকলে এবারের ১৯ সেপ্টেম্বর ৪৪ বছরে পা রাখতেন রুপকথার এই নায়ক। তার জন্মদিন উপলক্ষে বর্ণাঢ্য এক ‘সাংস্কৃতিক অনুষ্ঠান এবং তারকা মেলা-২০১৫’র উদ্যোগ নিয়েছে সালমান শাহ স্মৃতি পরিষদ।
সংগঠনটির সূত্রে জানা গেছে, নায়ক-নায়িকা, গায়ক-গায়িকা, মিডিয়া ব্যক্তিত্বদের সমন্বয়ে প্রতিবছরের ন্যায় এবারো প্রয়াত নায়ক সালমান শাহ’র জন্মবার্ষিকীতে বর্ণিল আয়োজনের উদ্যোগ নেয়া হয়েছে। আসছে ১৯ সেপ্টেম্বর বিকাল ৫ টায় বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (এফডিসি) চত্বরের উন্মুক্ত মঞ্চে এক আলোচনা সভা, কেক কাটা, স্মৃতি সম্মাননা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও তারকা মেলার আয়োজন করা হয়েছে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত অনুষ্ঠান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দুইজন শীর্ষস্থানীয় মন্ত্রী উদ্বোধন করবেন বলে জানা গেছে।
এছাড়া দেশবরেণ্য মিডিয়া ব্যক্তিত্বসহ নায়ক-নায়িকা, গায়ক-গায়িকা, পরিচালক ও প্রযোজকগণ উপস্থিত থাকবেন। টেলিভিশন চলচ্চিত্র ও সঙ্গীতাঙ্গনের জনপ্রিয় তারকা শিল্পীরা মনোজ্ঞ সাংস্কৃতিক উৎসবে অংশগ্রহণ করবেন।
এ উপলক্ষে সালমান শাহ স্মৃতি পরিষদের সভাপতি এস এম শফি বলেন, সালমান শাহ’র জন্মবার্ষিকী উদযাপনের জন্য সাংবাদিক, চলচ্চিত্র, সঙ্গীতসহ মিডিয়ার বরেণ্য ব্যক্তিদের সমন্বয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। এরইমধ্যে এই আয়োজন সফল করতে সব ধরণের কার্যক্রম শুরু হয়েছে।
এলএ/এমআরআই