ঝড় তুলেছে ‘ব্ল্যাক স্পাইডারম্যান’ খ্যাত ভেনম

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০২:১৪ পিএম, ১৬ অক্টোবর ২০১৮

সময় বদলে গেছে। নায়কদের পাশাপাশি এখন ভিলেনরাও জয় করে নিচ্ছেন মানুষের মন। অন্তত হলিউড মুভি ‘ভেনম’ দারুণভাবেই সেই প্রমাণ দিচ্ছে।

গেল ৫ অক্টোবর আমেরিকাসহ বিশ্বজুড়ে মুক্তি পেয়েছে ছবিটি। টানা দুই সপ্তাহ ধরেই হলিউড টপ চার্টের শীর্ষে অবস্থান করছে ‘ব্ল্যাক স্পাইডারম্যান’ খ্যাত ভেনম। এই চরিত্রটি মূলত সুপারহিরো ‘স্পাইডারম্যান’র এন্টি হিরো হিসেবে পরিচিত। ‘স্পাইডারম্যান’র বেশ কয়টি মুভিতেও দেখা গেছে তাকে। তবে সেগুলো ছিলো পার্শ্বচরিত্র।

এবার ভেনমকেই মূল চরিত্র হিসেবে হাজির করেছেন হলিউডের নির্মাতা রুবেন ফ্লিশার। আর কালো মাকড়শা হিসেবে পর্দায় হাজির হয়ে হৈ চৈ ফেলে দিয়েছেন অভিনেতা টম হার্ডি। মারভেল কমিকসের ছবিটি নির্মিত হয়েছিলো ১১৬ কোটি টাকা বাজেটে। আর হলিউড বক্স অফিস বলছে, গতকাল সোমবার পর্যন্ত এর আয় ৪০০ কোটি টাকারও বেশি।

দুনিয়া জুড়ে এখন সুপারহিরোদের জয়জয়কার। স্পাইডারম্যান, সুপারম্যান, ব্যাটম্যানদের পর্দায় দেখতে মুখিয়ে থাকেন দর্শকরা। সেই তালিকায় এবার যোগ দিলেন ‘ব্ল্যাক স্পাইডারমান’ হিসেবে পরিচিত ভয়ংকর ভেনম।

শুধু যোগ দেয়াই নয়, রীতিমত দুনিয়াজুড়ে ঝড় তুলেছে ছবিটি। চলছে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সেও।

এলএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।