প্রকাশ হতেই তোপের মুখে সিয়াম-পূজার গান

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০১:৪৯ পিএম, ১৫ অক্টোবর ২০১৮

‌‌‌মাতাল হয়ে হিসু করবো দেয়ালে,সালা! যা আছে কাল দেখা যাবে সকালে- আজ সকালে জাজের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশ হয়েছে এমনই কথার একটি গান। ‌ 'দহন' সিনেমার এই গানটির নাম 'হাজীর বিরিয়ানি'। প্রিয় চট্টোপাধ্যায় এর কথায় গানটির সুর ও সংগীতায়োজন করেছেন কলকাতার আকাশ সেন।

গানটি প্রকাশ হতে না হতেই দর্শক-শ্রোতাদের তোপের মুখে পড়েছে। অনেকেই আপত্তি করেছেন গানের অশালীন কথা ব্যবহারের জন্য। গানের কথাগুলো মাতলামিতে উস্কানিমূলক বলে মন্তব্য অনেকের। 

তবে সিয়াম বলেন, ‘গানটা প্রকাশ হলো মাত্রই আর এরমধ্যেই কন্ট্রোভার্সি শুরু হয়ে গিয়েছে। গানের কথা নিয়ে অনেকে নানান মন্তব্য করছেন। ছবির গল্পের সাথে সামঞ্জস্য রেখেই গানটি নির্মাণ করা হয়েছে। আর আমি গানের ভিডিওতে প্রাণবন্তই হাজির হয়েছি। একটা মাতাল ছেলে কি পাগলামি করে এ গানে তাই দেখানো হয়েছে।

সমালোচকদের উদ্দেশ্যে সিয়াম আরও বলেন, ‘আমার ছোট্ট এ ক্যারিয়ারে আমি যে কাজগুলো করেছি বা প্রমোট করেছি তা স্বজ্ঞানে। একটা কাজ সম্পর্কে সঠিকভাবে অবগত না হয়ে সঠিক জ্ঞান না নিয়ে আমি কোন কাজই করি না। 'ট্রেন্ড অনুযায়ী তাল মিলিয়ে চললে গালি হবে,আর যদি জানেন বা বুঝেন আমরা কি করছি তাহলে তালি হবে'। কেন মন্তব্য করার আগে ভালো করে দেখুন এবং বুঝে শুনে মন্তব্য করুন। আর ছবিটা মুক্তি পেলে সবাইকে দেখার আমন্ত্রণ রইল, তখনই বুঝতে পারবেন আমরা কি করেছি।’

পুরান ঢাকার বিভিন্ন লোকেশনে এই গানের ভিডিওচিত্র ধারণ করা হয়। গানের কথা নিয়ে সমালোচনা হলেও ভিডিওতে সবাইকে নাচে গানে মুগ্ধ করেছেন সিয়াম। সেই সাথে গানের দৃশ্যে দেখা গিয়েছে পূজা ও রীপাকেও।

এর আগে 'পোড়ামন ২' ছবির 'হিরো নাম্বার ওয়ান' গান নিয়েও বিতর্কের মুখে পড়েছিলেন সিয়াম। এবার এই গানটি দিয়ে সমালোচনার মুখে পড়েছেন।

মুক্তির অপেক্ষায় রয়েছে জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত 'দহন' ছবিটি। পোড়ামন ২ খ্যাত নির্মাতা রায়হান রাফী পরিচালিত এই ছবিতে আরও অভিনয় করেন জাকিয়া বারী মম, শিমুল খান, মনিরা মিঠু, রাজ রীপা প্রমুখ। এই গানের র্যাপ অংশটুকু গেয়েছেন এই ছবির নায়ক সিয়াম।

আইএন/এমএবি/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।