পরিবর্তনে ইন্দুবালা গাইবেন বিন্দু কণা

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৩:৫৬ পিএম, ১৪ অক্টোবর ২০১৮

‘ইন্দুবালা’ শিরোনামে একটি গান ইতোমধ্যে দুই বাংলায় ব্যাপক আলোচিত হয়েছে। কলকাতার একটি চ্যানেলের সংগীত বিষয়ক রিয়েলিটি শো’তে গানটির গীতিকবি ও সুরকার নিয়ে বিভ্রান্তিও তৈরি হয়েছে। মূলত এই গানটি লিখেছেন বাংলাদেশের গীতিকবি দেলোয়ার আরজুদা শরফ এবং সুর করেছেন প্লাবন কোরেশী।

এবার পরিবর্তনের জন্য গানটি গেয়েছেন সংগীতশিল্পী বিন্দু কণা। আর গানটিতে নতুন করে সংগীতায়োজন করেছেন সংগীত পরিচালক ইবরার টিপু।

বিজ্ঞাপন

গানটি নিয়ে বিন্দু কণা বলেন, ‘খুবই জনপ্রিয় একটি গান ‘ইন্দুবালা’। নতুন করে গানটির সংগীতায়োজন করে গেয়েছি আমি। আশা করছি গানটি প্রচারে এলে ভালো লাগবে সবার। আর আমি আনজাম মাসুদ ভাইকে ধন্যবাদ জানাচ্ছি জনপ্রিয় ‘পরিবর্তন’ অনুষ্ঠানে আমাকে এই গানটি গাওয়ার সুযোগ করে দেয়ায়।’

সাহরিয়ার মোহাম্মদ হাসানের প্রযোজনায় আনজাম মাসুদের পরিকল্পনা, গ্রন্থনা, উপস্থাপনা ও নির্দেশনায় ‘পরিবর্তন’র ২৮তম পর্ব প্রচার হবে আগামী ২১ অক্টোবর রাত ১০টার ইংরেজি সংবাদের পর বাংলাদেশ টেলিভিশনে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

জাগোনিউজের খবর পেতে ফলো করুন

এছাড়াও, আসছে পর্বে নানা রকম চমক থাকবে বলে জানালেন ‘পরিবর্তন’র উপস্থাপক আনজাম মাসুদ।

এলএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।