মেঘনায় ট্রলার ডুবি, নিখোঁজ ১
বরিশাল জেলার হিজলা উপজেলার লঞ্চঘাটে মেঘনা নদীতে ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ঢাকার কেরাণীগঞ্জের বাসিন্দা চান মিয়া (৪৫) নামে এক যাত্রী নিখোঁজ রয়েছে।
হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর শওকত আনোয়ার এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বৃহস্পতিবার ভোরে ঢাকা থেকে লঞ্চে করে হিজলা লঞ্চঘাটের কাছে আসার পর তীরে উঠার জন্য একটি ট্রলারে ওঠেন চান মিয়া। কিন্তু লঞ্চের পেছনে থাকায় ঢেউয়ের কারণে ট্রলারটি তলিয়ে যায়। এ সময় ট্রলারে থাকা বাকি যাত্রীরা সাঁতরে তীরে উঠতে পারলেও চান মিয়া নিখোঁজ হন।