বাংলাদেশের শিক্ষাক্ষেত্রের অগ্রগতি প্রশংসাযোগ্য : মিশেল ট্রিনকোয়া


প্রকাশিত: ০৯:১৩ এএম, ০৯ অক্টোবর ২০১৪

বাংলাদেশ শিক্ষাক্ষেত্রে যে অগ্রগতি অর্জন করেছে তা প্রশংসাযোগ্য বলে জানিয়েছে ফ্রান্সের বিদায়ী রাষ্ট্রদূত মিশেল ট্রিনকোয়ার। বৃহস্পতিবার দুপুরে প্রধানমন্ত্রীর সঙ্গে তার কার্যালয়ে বিদায়ী সাক্ষাত করেন মিশাল। পরে প্রধানমন্ত্রীর প্রেসসচিব এ কে এম শামীম চৌধুরী ব্রিফিংয়ে সাংবাদিকদের কাছে এ কথা জানান।

এছাড়া জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বাংলাদেশের দৃঢ় ভূমিকার প্রশংসা করেছেন মিশেল ট্রিনকোয়ার।

দেশকে অর্থনৈতিকভাবে এগিয়ে নিয়ে যেতে শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করেন তিনি। প্রধানমন্ত্রী এ সময় তার সরকারের আমলে বিভিন্ন উন্নয়নের দিকগুলো তুলে ধরেন।

জলবায়ু পরিবর্তন মোকাবেলায় সরকার যে ৩৮৫ মিলিয়ন ডলারের তহবিল ব্যবহার করছে সেকথা তুলে ধরে শেখ হাসিনা বলেছেন, উন্নত বিশ্বের উচিত তাদের প্রতিশ্রুত অর্থ সারবরাহ করা। এক্ষেত্রে ফ্রান্সেরও অর্থ সহায়তা চান প্রধানমন্ত্রী।

ঢাকায় দায়িত্বপালন কালে সব ধরনের সহযোগিতার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান ফ্রান্সের বিদায়ী রাষ্ট্রদূত।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।