‘দুরন্ত’র প্রতিষ্ঠাবার্ষিকীতে নতুন অনুষ্ঠানের ঘোষণা

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৪:৪৮ পিএম, ০৬ অক্টোবর ২০১৮

শিশুদের সুস্থ, রুচিশীল বিনোদনের লক্ষ্যে গত বছর ৫ অক্টোবর পথ চলা শুরু করেছিল দুরন্ত টেলিভিশন। এরই মধ্যে চ্যানেলটি তুমুল জনপ্রিয়তা পেয়েছে। নতুন হিসেবে এগিয়ে চলেছে দুর্বার গতিতে। গতকাল শুক্রবার ছিল এই টিভি চ্যানেলটির প্রথম জন্মদিন। এই উপলক্ষে ৬ ও ৭ অক্টোবর বনানী দুরন্ত টেলিভিশনের কার্যালয়ে দু’দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করেছে ‘দুরন্ত’।

দুরন্ত টেলিভিশনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী ও পঞ্চম মৌসুম উপলক্ষে আজ শনিবার এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে চ্যানেলটির কার্যালয়ে। সংবাদ সম্মেলনে দুরন্ত টেলিভিশনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী এবং পঞ্চম মৌসুমের অনুষ্ঠান নিয়ে মূল বক্তব্য উপস্থাপন করেন টেলিভিশনের অনুষ্ঠান প্রধান মোহাম্মদ আলী হায়দার। তিনি জানান, চ্যানেলটি পথ চলার পঞ্চম মৌসুমে পা রাখছে। পঞ্চম মৌসুমের অনুষ্ঠান সম্প্রচার শুরু হবে আগামী ১৪ অক্টোবর থেকে। বেশ কিছু নতুন অনুষ্ঠান প্রচার শুরু হবে এই মৌসুমে।

মোহাম্মদ আলী হায়দার দুরন্ত’র নতুন অনুষ্ঠানগুলোর সংক্ষিপ্ত বিবরণ উপস্থাপন করে বলেন, ‘চতুর্থ মৌসুম শেষ করে পঞ্চম মৌসুম শুরু হতে যাচ্ছে আমাদের। নতুন অনেক অনুষ্ঠান যুক্ত হচ্ছে এবার। আমরা বাংলাদেশের সকল মা বাবা ও শিশুদের জন্য নতুন ও বিনোদনমূলক অনুষ্ঠান তৈরি করছি সব সময়। সাথে সাথে এটাও চেষ্টা করে যাচ্ছি যেন শিশুরা কিছু শিখতেও পারে।’

‘উল্টাপুল্টা : বাবা থাকে বাসায়’,‘ব তে বন্ধু : হুটোপুটি’, ‘দুরন্ত সময়’, ‘আলোয় ভুবন ভরা’ এই অনুষ্ঠানগুলো এবার দেখবে শিশুরা।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ধারাবাহিক নাটক ‘উল্টাপুল্টা: বাবা থাকে বাসায়’ এর ক্রিয়েটিভ ডিরেক্টর অমতিাভ রজো চৌধুরী ও পরিচালক গোলাম মুক্তাদির, ধারাবাহিক নাটক ‘ব তে বন্ধু : হুটোপুটি’ এর মূল গল্প রচয়িতা মাতিয়া বানু শুকুু, ধারাবাহিক ‘দুরন্ত সময়’ এর পরিচালক জামাল হোসেন আবির ও পার্থ প্রতিম হালদার, ‘আলোয় ভুবন ভরা’ এর পরিচালক মনিরুল হোসেন শিপন ও অন্যান্য অনুষ্ঠান সমূহের কলা-কুশলীবৃন্দ।

অমিতাভ রেজা চৌধুরী বলেন, ‘‘আমাদের ‘বাবা থাকে বাসায়’ নাটকেরন গল্পটা খুব মজার ও অন্যরকম। আমরা সাধারণত শিশুদের মাকে বাড়িতে কাজ করতে দেখি আর বাবা কাজ করে বাইরে। বাবা যদি বাড়িতে কাজ করত ও মা যদি বাইরে কাজ করত তাহলে কেমন হত? এই ভাবনাটা আমরা শিশুদের মধ্য দিয়ে দেখবো। নাটকটি শিশুদের মননেও সহায়তা করবে। উল্টাপুল্টা সিরিজের প্রথম নাটক এটি। এরপরে আরো এই সিরিজের আরো নাটক আসবে।’’

‘ব তে বন্ধু :হুটোপুটি’ এর মূল গল্প রচয়িতা মাতিয়া বানু শুকুু বলেন,‘এই নাটকটি শিশুদের সাথে অনেক বেশি সম্পৃক্ত। নতুন নতুন অনেক চরিত্র যুক্ত হয়েছে এবারের নাটকে। আগের বারের মতো এবারও নাটকটি সবার ভাল লাগবে আশা করছি।’

‘আলোয় ভুবন ভরা’ এর পরিচালক মনিরুল হোসেন শিপন বলেন, ‘ছোটবেলা যে নৈতিক গল্প নানা-নানি, দাদা-দাদির কাছ থেকে শুনেছি সেগুলো এখন হারিয়ে গেছে। আমরা চেষ্টা করছি ওইসব নৈতিক গল্প যেন শিশুরা এই অনুষ্ঠানের মাধ্যমে জানতে পারে।’

এমএবি/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।