মাদক ও সন্ত্রাস বিরোধী কনসার্টে গাইবেন কর্নিয়া

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০২:৩১ পিএম, ০৩ অক্টোবর ২০১৮

দেশে মাদক ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে নানান ধরণের কর্মসূচি চলছে। সরকারি ও বেসরকারি নানা উদ্যোগে এই দুটি সামাজিক ব্যধি দূর করার চেষ্টা করা হচ্ছে। এই দুটি বিষয়ে মানুষকে সচেতন করতে এবার মোহাম্মদপুর শারিরিক শিক্ষা কলেজ মাঠে আয়োজন করা হয়েছে কনসার্টের।

আগামী ৫ অক্টোবর শুক্রবার বিকাল ৩টা থেকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সহযোগীতায় ‘হাল্ক প্রেজেন্টস এ্যান্টি-ড্রাগস ও টেরিরিজম কনসার্টে’র আয়োজন করেছে ৯৬.৪ স্পাইস এফএম। কনসার্টে অংশগ্রহণ করবে, ওয়ারফেজ, আর্টসেল, ফিডব্যাক, অন্তপুর, কর্নিয়া ও আরো অনেকে।

কনসার্টে প্রধান অতিথি হিসেবে থাকবেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। বিশেষ অতিথি হিসেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া উপস্থিত থাকবেন।

অনুষ্ঠানের শুরুতেই সম্ভাবনা পুস্পকলি স্কুলের পথশিশুদের মধ্যে একটি প্রীতি ফুটবল ম্যাচ খেলা হবে।

৯৬.৪ স্পাইস এফএম’র আয়োজনে ‘হাল্ক প্রেজেন্টস এ্যান্টি-ড্রাগস ও টেরিরিজম কনসার্ট’ সকলের জন্য উন্মক্ত।

এলএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।