গাজীপুরে ১ কোটি ৩৩ লাখ টাকা ছিনতাই


প্রকাশিত: ০২:৫৬ পিএম, ০৭ জুলাই ২০১৪

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বোর্ড মিল এলাকায় সোমবার দুপুর ২টায় ফাঁকা গুলি করে একটি গার্মেন্টস করাখানার এক কোটি ৩৩ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে।

কালিয়াকৈর পৌরসভার বোর্ড মিল এলাকার ‘নিট ফ্যাশন ওয়্যার লিমিটেড’ নামে ওই পোশাক কারখানার মানবসম্পদ বিভাগে (এইচআর) সহকারী ম্যানেজার রুবেল বকাউল জানান, আশুলিয়ার জামগড়া এলাকার মূল কারখানা থেকে তিন কর্মকর্তা একটি নোয়া মাইক্রোবাসে বাক্স ভর্তি টাকা নিয়ে বোর্ড মিল এলাকার কারখানায় যাচ্ছিলেন। মাইক্রোবাসটি বোর্ড মিল কবরস্থান এলাকায় পৌঁছালে তিনটি মোটরসাইকেলে ছয় যুবক তাদের গতিরোধ করে এবং মাইক্রোবাসচালকের মাথায় পিস্তল ঠেকিয়ে কর্মকর্তাদের কাছ থেকে টাকা বোঝাই বাক্স ছিনিয়ে নিয়ে ফুলবাড়িয়ার জঙ্গলের দিকে পালিয়ে যায়।

পালানোর সময় ছিনতাইকারীরা ছয় রাউন্ড ফাঁকা গুলি করে বলে জানান স্থানীয়রা। কারখানার ওই তিন কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।