আবারও ব্র্যান্ড অ্যাম্বাসেডর চঞ্চল চৌধুরী

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৭:৩৭ পিএম, ২৬ সেপ্টেম্বর ২০১৮

এবার রবির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন চঞ্চল চৌধুরী। এরই মধ্যে মোবাইল ফোন অপারেটর রবির একটি বিজ্ঞাপনেরও মডেল হয়েছেন তিনি। সম্প্রতি এই বিজ্ঞাপনের ৩০ সেকেন্ডের একটি প্রমোশনাল ভিডিও প্রকাশ হয়েছে। নিজের ফেসবুকে এই ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে চঞ্চল লিখেছেন, ‘‘আসছে! বাংলাদেশে এই প্রথম চঞ্চল, তিশার বহুরূপী উপস্থাপনায়, রোমাঞ্চ, হুমকি আর রহস্যতে ভরপুর ‘নো প্রবলেম’।

চঞ্চল চৌধুরী জানান, দুই বছরের জন্য মোবাইল ফোন অপারেটর রবির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন তিনি। চঞ্চল চৌধুরী বলেন, ‘মাস দুয়েক আগে রবির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে চুক্তিবদ্ধ হই। তাদের সঙ্গে আমার দুই বছরের কন্টাক্ট। এর মধ্যে এক বছরে আমাকে রবির ৮টি বিজ্ঞাপনে দেখা যাবে। আর ১ অক্টোবর থেকে ৪টি বিজ্ঞাপন প্রচার শুরু হবে দেশের বিভিন্ন টিভি চ্যানেলে।’

এর আগেও বেশ কিছু বড় প্রতিষ্ঠানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করেছেন চঞ্চল চৌধুরী। এবার দেশের দ্বিতীয় বৃহত্তম মোবাইল ফোন কোম্পানির সঙ্গে কাজ করছেন।চঞ্চল চৌধুরীর পাশাপাশি রবির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশাও।

এদিকে হুমায়ূন আহমেদের উপন্যাস অবলম্বনে নির্মিত ‘দেবী’ চলচ্চিত্রে ‘মিসির আলি’ চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে তিনি শেষ করেছেন এর ডাবিং। এখন ছবির শেষ মুহূর্তের কাজ চলছে। প্রচার-প্রচারণা নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন তিনি। অক্টোবরে ‘দেবী’ মুক্তির কথা রয়েছে।

চঞ্চল চৌধুরী মাসুদ সেজানের ধারাবাহিক ‘ডুগডুগি’, ‘খেলোয়ার’ সাগর জাহানের ‘টি টোয়েন্টি’, সকাল আহমেদের ‘ভদ্রপাড়া’ ও রাসেলের ‘অষ্টধাতুর’ কাজ নিয়ে ব্যস্ত আছেন।

এমএবি/এলএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।