ইউরোপীয় ওয়েব সিরিজে আফ্রি

মুক্তির অপেক্ষায় মডেল ও অভিনেত্রী আফ্রি সেলিনার ‘নীল ফড়িং’ ছবিটি। নোমান ফিল্মসের ব্যানারে এটি পরিচালনা করেছেন ইদ্রিস হায়দার। এখানে আফ্রির বিপরীতে অভিনয় করেছেন শিপন মিত্র। গত আগস্ট মাসে ছবিটি সেন্সর ছাড়পত্র পেয়েছে।
এদিকে নতুন একটা ওয়েব সিরিজের শুটিংয়ে অংশ নিতে গত ১২ সেপ্টেম্বর ইউরোপের দেশ মাল্টায় পাড়ি জমিয়েছেন আফ্রি। একটা রেস্তোরাঁকে ঘিরে নির্মিত হচ্ছে বিগ বাজেটের এ ওয়েব সিরিজ। ছয় পর্বে নির্মিত কমেডি ঘরানার এ ওয়েব সিরিজের নাম ‘টিন টিন’। এটি পরিচালনা করছেন মাল্টার নির্মাতা রে।
এই ওয়েব সিরিজে আফ্রি ছাড়াও অভিনয় করেছেন শিপন মিত্র, সেতু হায়দার, ইমতু রাতিশ, সানজু জন ও কাজী তন্ময় প্রমুখ।
আফ্রি বলেন, ‘মাল্টা ইউরোপের একটা সুন্দর দেশ। একটা রেস্তোরাঁ ঘিরেই ওয়েব সিরিজের গল্প কাহিনি। কমেডি ধাঁচের এ সিরিজটি নির্মিত হচ্ছে ছয় পর্বে। খুব সুন্দর গল্প। কাজটি ভালোভাবে শেষ করে আগামী মাসের মাঝামাঝি দেশে ফিরবো।’
আফ্রি সাম্প্রতিককালে ব্যস্ত মিউজিক ভিডিও নিয়ে। এরই মধ্যে বেশকিছু মিউজিক ভিডিওতে তিনি বাজিমাত করেছেন।
এলএ/জেআইএম