গোপালপুরে বিনামূল্যে শিক্ষা উপকরণ বিতরণ


প্রকাশিত: ০৯:০৮ এএম, ১২ আগস্ট ২০১৫

সেচ্ছাসেবী সংগঠন সিটিজেন্স প্রোগ্রাম ফর হিউম্যান ডেভেলপমেন্ট (সিপিএইচডি) এর অর্থায়নে গোপালপুরের সূতী সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের ১২১জন দরিদ্র শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। সংগঠনের সিইও সামি আমীর ফয়সলের ২১তম জন্মদিন উপলক্ষে বুধবার দুপুরে এ শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মীর মনিরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সংগঠনের বৃহত্তর ময়মনসিংহ সাংগঠনিক বিভাগের প্রধান সমন্বয়কারী আবদুল আজিজ খান অটল। বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবদুস সাত্তার, পৌর কাউন্সিলর মনিরুজ্জামান, মুহাম্মদ সাইফুল ইসলাম, আনোয়ারুল হক বুলবুল, সংগঠনের সেচ্ছাসেবী মো. মনা মিঞা, আল-আমিন, রিপন মিয়া প্রমুখ।

এ সময় বিদ্যালয়ের প্রথম থেকে পঞ্চম শ্রেণির ১২১জন দরিদ্র ক্ষুদে শিক্ষার্থীকে বিনামূল্যে একটি করে খাতা, কলম ও কাঠ পেন্সিল বিতরণ করা হয়।

এসএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।