চার চরিত্রে চৈতি

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৩:১৩ পিএম, ২০ সেপ্টেম্বর ২০১৮

এক নাটকের চারটি চরিত্রে অভিনয় করেছেন ইশরাত রয় চৈতি। বাংলাদেশ টেলিভিশন প্রযোজিত ইরানী বিশ্বাসের রচনা ও পরিচালনায় ‘রবি ও তাহার নায়িকারা’ নাটকে এমনটি দেখা যাবে।

নাটকের গল্প সম্পর্কে নাট্যকার ও পরিচালক ইরানী বিশ্বাস বলেন, ‘আমার নাটক মানে ভিন্ন স্বাদ ভিন্ন উপস্থাপন। আমার দর্শকরা যেমন আমার উপর ভরসা রাখে, আমিও তেমনি তাদের ভরসার মর্যাদা দেবার চেষ্টা করি। এবারও আমার দর্শকের কথা মাথায় রেখে একটি ভিন্ন গল্প উপহার দেবার চেষ্টা করেছি।’

এবারের নাটককের গল্প সাজানো হয়েছে, একজন রবীন্দ্রনাথ ভক্তকে কেন্দ্র করে। যে নিজের নাম রেখেছেন রবি। ছেলেটি লেখক নয়, তবে সবসময় রবীন্দ্রনাথ ঠাকুরের বই পড়ে। এ নিয়ে বিরক্ত তার ভালবাসার মানুষ জারা। মাঝে মাঝে কল্পনায় রবি ঠাকুরের নায়িকারা জারা হয়ে আসে রবির সামনে। এই ঘটনাগুলি কখনো রবির মনে প্রেম, আশা, হতাশা, বিরহ তৈরি করে।

নাটকে রবি চরিত্রে অভিনয় করেছেন রমিজ রাজু। নাটকটি আগামী ২২ সেপ্টেম্বর শনিবার রাত ৯ টায় বিটিভি’তে প্রচারিত হবে।

এলএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।