প্রযোজকে বিরক্ত শাকিব, শিডিউল জটিলতায় ‘শাহেনশাহ’

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৫:২৩ পিএম, ১৮ সেপ্টেম্বর ২০১৮

বেশ ঘটা করেই হয়েছে মহরত। ঘোষিত হলো নতুন নায়িকার নামও। কথা ছিলো শুটিং শুরু হবে ১১ সেপ্টেম্বর থেকে। কিন্তু সেটি হয়নি এক সপ্তাহ পেরিয়েও। এরপর তারিখ ঠিক করা হয় ১৯ সেপ্টেম্বর। একদিন আগে আজ জানা গেল, আগামীকালও শুটিং হচ্ছে না। ফলে ছবিটির ব্যাপারে বিরক্ত চিত্রনায়ক শাকিব খান।

নায়কের নতুন এই ছবির নাম ‘শাহেনশাহ’। এখানে তার বিপরীতে অভিনয় করবেন নুসরাত ফারিয়া ও নবাগতা রোদেলা জান্নাত। তবে ছবিটিতে শিডিউল বিপর্যয় হতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন শাকিব খান। আর এর জন্য তিনি দায়ী করেছেন ছবির প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়াকে। তিনি বলেন, ‘আমি দেশের ছবিকে সবসময়ই প্রাধান্য দিতে চাই। কিন্তু এখানকার লোকজন বেশ অমনযোগী। ‘শাহেনশাহ’র শুটিং করবো বলে বসে আছি প্রায় এক সপ্তাহ। কিন্তু এখনো শুটিং শুরু হচ্ছে না। এখন আমি অন্য কোনো ছবিতে কাজ শুরু করলে এই ছবিটির শিডিউল বিপর্যয় হবে। কারণ আমরা শিল্পীরা একটি কাজ নিয়ে পড়ে থাকতে পারি না।’

তিনি আরও বলেন, ‘তাই এই ছবির শুটিংয়ের জন্য অন্য ছবিতে সময় দিচ্ছি না। কারণ একবার অন্য কোনো ছবির শুটিং শুরু করলে সেটা শেষ না করে এই ছবিতে ফিরতে পারব না। কিন্তু এই ছবির প্রযোজকের আন্তরিকতাই দেখলাম না। তিনি কীসব ঝামেলার অজুহাতে তারিখ পিছিয়েই যাচ্ছেন।’

তিনি প্রযোজকের আয়োজন নিয়েও বিরক্তি প্রকাশ করে বলেন, ‘সব ছবিতেই দেখি প্রযোজক প্রথমে বলেন বিশাল সব অ্যারেঞ্জমেন্ট থাকবে। কিন্তু ছবি শুরুর পর দেখা যায় সেসব কিছু নেই। সাদামাটা শুটিং। এতে আমার কলকাতার ছবিগুলোর সঙ্গে দেশীয় ছবির বিরাট গ্যাপ তৈরি হয়ে যায়। আমি চাই না দেশের চেয়ে বিদেশের ছবি আমার দর্শক বেশি পছন্দ করুক। কিন্তু তাই তো হয়ে যাচ্ছে আজকাল!’

এদিকে প্রযোজক সেলিম খান জানিয়েছেন, আগামী ২৫ তারিখ থেকে ঢাকাতেই ছবির শুটিং শুরু হবে। তিনি জাগো নিউজকে বলেন, ‘কিছু সমস্যার কারণে শুটিংয়ের তারিখ পেছাতে বাধ্য হয়েছি। তবে ২৫ তারিখ থেকেই শুরু হবে ইনশাল্লাহ। ঢাকা দিয়ে শুরু হবে তারপর কক্সবাজারে যাব।’

শাহেনশাহ ছবিটি পরিচালনা করবেন শামীম আহমেদ রনি।

এলএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।