২০ দলীয় জোটের বৈঠক আজ


প্রকাশিত: ১০:৩৪ পিএম, ১১ আগস্ট ২০১৫

বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোট বৈঠক করবে আজ। বুধবার রাত ৮টায় বিএনপির চেয়ারপারসনের গুলশানে রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

বৈঠকে জোটের শরিক দলের নেতারা উপস্থিত থাকবেন। মঙ্গলবার বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছের।

বিএনপি সূত্র জানায়, ১৫ বা ১৬ আগস্ট চোখের চিকিৎসার জন্য এক সপ্তাহের জন্য লন্ডন যাবেন বেগম খালেদা জিয়া। সেখানে চিকিৎসার পাশাপাশি সেখানে বড় ছেলে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দলের পুনর্গঠনসহ সাংগঠনিক ও রাজনৈতিক নানা বিষয়ে শলাপরামর্শ করবেন তিনি।

লন্ডন সফর সম্পর্কে অবহিত করা এবং চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে জোটের শীর্ষ নেতাদের সাথে পরামর্শ করতেই আজকের এ বৈঠক ডাকা হয়েছে।

জোটের শরিক ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আবদুল লতিফ নেজামী জানান, লন্ডন যাত্রার প্রাক্কালে জোটের শীর্ষ নেতাদের সঙ্গে প্রয়োজনীয় আলাপ-আলোচনা ও দিকনির্দেশনা দেয়ার জন্যই হয়তো এ বৈঠক ডেকেছেন জোট নেত্রী খালেদা জিয়া।

বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।