ছয় তারকার নাচে নতুনদের স্বাগত জানাবে এফডিসি

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৩:৪৬ পিএম, ১৬ সেপ্টেম্বর ২০১৮

বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন সংস্থা (এফডিসি)-র আয়োজনে আবারো ‘নতুন মুখের সন্ধানে’ কার্যক্রম শুরু হতে যাচ্ছে। আজ রোববার চলচ্চিত্রে নতুন নতুন শিল্পী খোঁজার আহ্বান জানিয়ে সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে এই আয়োজনের কার্যক্রম শুরু হতে যাচ্ছে রাজধানীর একটি অভিজাত হোটেলে।

অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর, তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম ও বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান সৈয়দ হাসান ইমামের হাত ধরে এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে।

সাংস্কৃতিক অনুষ্ঠানের পর্বে তানজিল আলমের কোরিওগ্রাফিতে পারফর্ম করবেন চিত্রনায়ক ফেরদৌস ও চিত্রনায়িকা পূর্ণিমা, চিত্রনায়ক সাইমন ও চিত্রনায়িকা মাহিয়া মাহি, চিত্রনায়ক জায়েদ খান ও চিত্রনায়িকা আচঁল।

এশিয়ান টিভিতে সন্ধ্যা ৬টায় সরাসরি সম্প্রচার করা হবে অনুষ্ঠানটি।

প্রসঙ্গত, মান্না, সোহেল চৌধুরী, দিতি, অমিত হাসান, আমিন খান, মিশা সওদাগরসহ জনপ্রিয় অনেক শিল্পী চলচ্চিত্রে এসেছেন ‘নতুন মুখের সন্ধানে’ প্রতিযোগিতার মাধ্যমে। বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন সংস্থার উদ্যোগে এর আগে ১৯৮৪, ১৯৮৮ ও ১৯৯০ সালে মোট তিনবার ‘নতুন মুখের সন্ধানে’ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল।

এলএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।