স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন
চাঁপাইনবাবগঞ্জে স্ত্রী হত্যার অভিযোগে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছেন আদালত। এছাড়াও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ২ বছরের সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। মঙ্গলবার চাঁপাইনবাবগঞ্জ জেলা ও দায়রা জজ এনামুল বারি অভিযুক্তের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
দন্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন, জেলার শিবগঞ্জ উপজেলার চৈতন্যপুর গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে মনিরুল ইসলাম (৩৭)।
পাবলিক প্রসিকিউটর জবদুল হক জানান, চৈতন্যপুর গ্রামের মনিরুল ইসলামের সঙ্গে একই উপজেলার আসগর আলীর মেয়ে চম্পা বেগম (৩০) এর ৬ বছর আগে বিয়ে হয়। বিয়ের পর থেকে মনিরুল ৫০ হাজার টাকা যৌতুকের জন্য তার স্ত্রীকে প্রায় নির্যাতন করতো।
২০১১ সালের ১ মার্চ মধ্যরাতে মনিরুল চম্পাকে মারধর করেন এবং এক পর্যায়ে শ্বাসরোধ করে হত্যা করেন। ওইদিন সকালে পুলিশ মনিরুলের বাড়ি থেকে তার স্ত্রীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায় এবং মনিরুলকে গ্রেফতার করে।
ওই দিনই নিহতের মা আনারকলি বেগম শিবগঞ্জ থানায় মনিরুলের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। ২০১১ সালের ১৭ মে শিবগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নূর মোহাম্মদ সরকার স্ত্রী হত্যার অভিযোগে মনিরুলের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দায়ের করে। স্বাক্ষ্য গ্রহণ শেষে আদালত মঙ্গলবার এ রায় ঘোষণা করেন।
এসএস/আরআইপি